মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউজের উদ্যোগে গ্রাহক ও সুধী সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০১৭
লন্ডন, ২৬ মে: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক এর মালিকানাধীন মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউজের উদ্যোগে গত শুক্রবার পূর্ব লন্ডনের অজবর্ণ স্ট্রিটস্থ সিটি হোটেলের ব্যাংকুয়েটিং হলে এক গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সোয়েব কবীরের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউস এর প্রধান নির্বাহী খয়রুজ্জামান খান। মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান শহিদুল আহসান ও প্রধান আলোচক হিসেবে ভাইস চেয়ারম্যান এ.কে.এম শহীদ রেজা বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেথনালগ্রীন এন্ড বো’র এমপি প্রার্থী রুশনারা আলী, লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের কর্মাশিয়াল কাউন্সিলার শরীফা খান, বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের প্রেসিডেন্ট এনাম আলী এমবিই ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইউকে কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে আগত গ্রহকেরা তাদের অভিমত ও বক্তব্য প্রদান করেন। গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান।
প্রধান অতিথি মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান শহিদুল আহসান বলেন, মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউস যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের আরো দ্রুত, সহজ ও নিরাপদে রেমিটেন্স সেবা প্রদান করতে অঙ্গীকারাবদ্ধ। শুধু ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকেই নয়, প্রবাসীদের সেবা প্রদান করাই আমাদের মূল লক্ষ্য।