খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশী তল্লাশীর ঘটনায় মহানগর বিএনপির প্রতিবাদ সভা
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০১৭
অবৈধ সরকার ব্যর্থতা ঢাকতেই এই ঘৃণ্য কাজ করেছে
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশী তল্লাশীর নামে ভাঙচুরের প্রতিবাদে লন্ডন মহানগর বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ মে মঙ্গলবার যুক্তরাজ্য বিএনপির কার্যালয়ে লন্ডন মহানগর বিএনপির সভাপতি মোঃ তাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবেদ রাজার পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সামসুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, ইস্ট লন্ডন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম বাদল, সেচ্ছাসেবক দল যুক্তরাজ্যের সাধারণ সম্পাদক আবুল হোসেন।
সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি যুব সম্পাদক আব্দুল হামিদ খান হেভেন, সহ দপ্তর সম্পাদক সেলিম আহমদ, সদস্য জাহিদ গাজী, মাওলানা শামীম আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লন্ডন মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল কুদ্দুস, সহ সভাপতি সাহেদ উদ্দিন চৌধুরী, কদর উদ্দিন, আব্দুর রব, আব্দুল গাফফার, জাহাঙ্গীর মাসুক, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ, মাহবুব হাসান সাকিব, সহ সাধারণ সম্পাদক আজিম উদ্দিন আজির, প্রকাশনা বিষয়ক সম্পাদক কিনু মিয়া, তুহিন মোল্লা, এমএ তাহের, সহ সাংগঠনিক বাবুল আহমেদ, তোফায়েল হোসেন মৃধা, আবু তাহের, জামাল উদ্দিন মাহমুদ চৌধুরী, কোষাধ্যক্ষ ইফতেখার আহমেদ রুবেল, সহ কোষাধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান, সহ কোষাধ্যক্ষ সৈয়দ মুজিবুল ইসলাম আরজু, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম মাসুক, সহ প্রচার সম্পাদক মোঃ সেলিম মাহমুদ, শিক্ষা বিষয়ক সম্পাদক শফিক মিয়া, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মাকসুদুল হক, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শেখ তারেকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান অলি ওয়াদুদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ রবিউল আলম, সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক জিয়াউল হক শুভ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক দেওয়ান মইনুল হক উজ্জ্বল, সম্পাদক সৈয়দ আতাউর রহমান, সহ সংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশিক বক্স, সহ মহিলা বিষয়ক সম্পাদক আসমা জামান, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো: আতাউর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু নোমান, শিল্প বিষয়ক সম্পাদক মিছবাহ উদ্দিন, ওমর গনি, ফখরুল ইসলাম, রেজাউর রহমান চৌধুরী রাজু, মো: মোমিন মিয়া, হাসান জাহেদ, আলহাজ্ব আমির উদ্দিন, মোশরফ হোসেন, বাবুল গনি, আব্দুল হালিম, মাহবুবুর রহমান, আনোয়ার হোসেন, একেএম নেছার, রেজাউল করিম, সফিকুল ইসলাম, মকুবুল হোসেন চৌধুরী রাসেদ, মোঃ মতিয়ার রহমান, মাহবুব হাবীব, ফুয়াদ শাহারিয়ার, আবুল কালাম, মোঃ আবু তাহের, মোঃ রাহমান আলী, আরিফুল হক প্রমূখ।
প্রধান অতিথি মাহিদুর রহমান বলেন, দেশ পরিচালনায় ব্যর্থ অবৈধ সরকার তাদের পাহাড় সমান ব্যর্থতা ঢাকতেই তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে পুলিশী তল্লাশী ও ভাংচুর চালিয়েছে। এটা সরকারের বাকশালী ও প্রতিহিংসামুলক অপরাজনীতির বহিঃপ্রকাশ। এ জন্য সরকারকে চরম মূল্য দিতে হবে বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন। প্রধান বক্তা কয়ছর এম আহমদ বলেন, বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০ ঘোষণা দেশের মানুষের কাছে যেভাবে গ্রহণযোগ্য হয়েছে তা দেখে স্বৈরাচারী আওয়ামী সরকার ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে। তাই তারা আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়েই রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এসব করে শেখ হাসিনা তাঁর পতন ঠেকাতে পারবেন না। সংবাদ বিজ্ঞপ্তি