সৈয়দপুর শামছিয়া সমিতির কার্যনির্বাহী পরিষদের সভা
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০১৭
লন্ডন, ২৬ মে: সৈয়দপুর শামছিয়া সমিতি লণ্ডনের কার্যনির্বাহী পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়। গত ২২ মে, সোমবার বিকেল ৯টায় শুকরান রেস্টুরেন্টে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সমিতির ভাইস চেয়ার সৈয়দ মারুফ আহমদ খোকন, সেক্রেটারী সৈয়দ রফিকুল হক দলার সঞ্চালনায় সমিতির সভাপতি পীর আহমদ কুতুবের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সিনিওর সহসভাপতি সৈয়দ সহিদুল ইসলাম, সৈয়দ জিল্লুল হক, উপদেষ্টা মাওলানা সৈয়দ সালেহ আহমদ, সিনিওর সদস্য সৈয়দ আমিরুল ইসলাম আনা, শেখ আব্দুল গফুর, ট্রেজারার সৈয়দ হিলাল সাইফ, যুগ্ম সম্পাদক সৈয়দ আখলাক মিয়া, সৈয়দ বেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আমীর হামজা, সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ শফর আলী, দপ্তর সম্পাদক সৈয়দ হামজা মিয়া, সদস্য সৈয়দ নুরুল আমিন দলা, সৈয়দ রাজু, সৈয়দ সোহেল আহমদ প্রমুখ।
সমিতির সভাপতি তার বক্তব্যে সৈয়দ শামছিয়া সমিতি পরিচালিত সৈয়দপুর হেলথ সেন্টারের সর্বশেষ বর্তমান অবস্থা তুলে ধরেন। তিনি বলেন, গত ১ মার্চ ২০১৭ ইং সৈয়দপুর হেলথ সেন্টার প্রতিষ্ঠার পর থেকে প্রতি ২ সপ্তাহ পরপর সৈয়দপুরের গরীব মানুষদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। এযাবৎ প্রায় ২০০ রোগী সৈয়দপুর হেলথ সেন্টারে সেবা গ্রহণ করেছে। সৈয়দপুর শামছিয়া সমিতির তত্ত্বাবধানে পরিচালিত এই সেবা প্রতিষ্ঠান জনমনে খুবই প্রশংসিত হয়েছে। গ্রামের মুরব্বী ও গরীব মেহনতী মানুষ সৈয়দপুর শামছিয়া সমিতির প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, কার্যনির্বাহী সভার সিদ্ধান্তক্রমে যারা আজীবন সদস্য হতে ইচ্ছুক তাদেরকে সৈয়দপুর শামছিয়া সমিতি লণ্ডনের সদস্যফর্ম পুরণের মাধ্যমে তা গ্রহণ করার জন্য বিশেষ অনুরোধ জানানো হচ্ছে। সভার শেষ পর্যায়ে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সংবাদ বিজ্ঞপ্তি