ঢাকার পথ শিশুদের কল্যাণে প্রজেক্টের প্রচারণা : লন্ডন-মক্কা সাইকেল ট্যুর
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০১৭
লন্ডন, ২৬ মে: ঢাকার ১২ হাজার পথ শিশুকে নিয়ে কাজ করছে বৃটিশ প্রতিষ্ঠান মুসলিম চ্যারিটি। ইতোমধ্যে তারা অনেক শিশুকে উদ্ধার করেছে ঝুকিপূর্ণ জীবন থেকে। এর মধ্যে ২শ শিশুকে তাদের মা-বাবার কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। এই পথশিশুদের কল্যাণে ক্যাম্পেইনের অংশ হিসেবে বৃটিশ-বাঙালি রশিদ আলী এবং আবদুল হান্নান লন্ডন থেকে মক্কা যাচ্ছেন বাইসাইকেলে।
মঙ্গলবার ইস্ট লন্ডনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ১ম জুলাই অলিম্পিক পার্ক থেকে সাইকেল যাত্রা শুরু হবে। ৫৬ দিনে তারা দৈনিক ১৫০ কিলোমিটার করে চলবেন ৫ হাজার ৭০০ কিলোমিটার পথ। সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন মুসলিম চ্যারিটির ফান্ডরেইজিং ম্যানেজার হারুন রশিদ। তিনি জানান, এই রামাদ্বানে তারা চ্যানেল এস টিভিতে লাইভ এ্যাপিল করছেন একই প্রজেক্টের জন্য ফান্ডরেইজিংয়ের লক্ষ্যে।
উল্লেখ্য, রশিদ আলী এই চ্যারিটি প্রতিষ্ঠানের কমিউনিটি এনগেজম্যান্ট অফিসার এবং আব্দল হান্নান একজন ভলান্টিয়ার। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, দুই সাইক্লিলিস্টের সাথে অন্তত ২০জন সাইক্লিলিস্ট যোগ দেবেন প্যারিস পর্যন্ত। পরে তারা ফান্স হয়ে-জার্মানি, অস্ট্রিয়া সৗভেনিয়া ইত্যাদি দেশ হয়ে তুরস্ক, মিশর ছাড়িয়ে পৌঁছবেন সৌদিতে। মোট ১৪টি দেশ ঘুরবেন তাঁরা। এর মাধ্যমে মুসলিম চ্যারিটির পথ শিশুদের প্রজেক্টের জন্য প্রচারণা ও ফান্ডরেইজ হবে বলে আশা করা হচ্ছে। মুসলিম চ্যারিটির তত্ত্বাবধানে ঢাকার মোহাম্মদপুর এবং এয়ারপোর্ট রোডে পথ শিশুদের পুনর্বাসনে দুটি শেলটার হাউস চলছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।