লন্ডনে ম্যানচেস্টারে নিহতদের স্মরণে ‘সলিডারিটি ইভেন্ট’ : হামলাকারীদের মনুষ্য সমাজে কোনো ঠাঁই নেই
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০১৭
দেশ ডেস্ক: ম্যানচেস্টারে বোমা হামলায় নিহতদের স্মরণে আলতাব আলী পার্কে এক বিশেষ স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এতে হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।
গত ২৪ মে শুক্রবার বিকেলে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। ইস্ট লন্ডন মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টারের নির্বাহী পরিচালক দেলওয়ার হোসাইন খান এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস, বেথনাল গ্রীন ও বো আসনের লেবার দলীয় এমপি প্রার্থী রুশানারা আলী, স্বতন্ত্র এমপি প্রার্থী আজমাল মাসরুর, জিএলএ মেম্বার উন্মেশ দেশাইসহ স্থানীয় কাউন্সিলার ও কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
সভায় নির্বাহী মেয়র জন বিগস বলেন, কোনো অজুহাতই নিরপরাধ মানুষ হত্যাকে বৈধ করতে পারেনা। ম্যানচেষ্টারে আত“ঘাতি বোমা হামলা চালিয়ে যেভাবে শিশুসহ সবাইকে হত্যা করা হয়েছে- তা মানবতা বিরোধী। এটি একটি জঘন্য ঘটনা। এর নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। মেয়র বলেন, এ ঘটনার পর সমাজের সকল ধর্মবর্ণের মানুষের সম্মিলিত প্রতিবাদ প্রমাণ করেছে এই মনুষ্য সমাজে হামলাকারীদের ঠাঁই নেই। মেয়র স্মরণসভা আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। উল্লেখ্য, ষ্ক্রসলিডারিটি ইভেন্টম্ব নামে এই স্মরণসভার আয়োজনে ছিলো ইস্ট লন্ডন মস্ক এন্ড লন্ডন মুসলিম সেন্টার, মুসলিম কাউন্সিল অব ব্রিটেন, টেলকো সিটিজেনস এবং টাওয়ার হ্যামলেটস ইন্টার ফেইথ ফোরাম।