টাওয়ার হ্যামলেটসের এডুকেশন বাজেট কাট পিটিশনে রুশনারা আলীর স্বাক্ষর
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০১৭
দেশ ডেস্ক: টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এডুকেশন বাজেট কাটের তীব্র নিন্দা জানিয়েছেন বেথনাল গ্রীন এন্ড বো আসনের লেবার দলের এমপি পদপ্রার্থী রুশনারা আলী।
গত ২৪ মে বুধবার মাইল এন্ড এডুকেশন বাজেট কাটের প্রতিবাদে আয়োজিত সমাবেশে যোগ দিয়ে এক বিবৃতিতে তিনি এই নিন্দা জানান। সমাবেশে রুশনারা পিটিশনেও স্বাক্ষর করেন। টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন স্কুলের অভিবাবক, শিক্ষক এবং শিক্ষার্থীদের উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছিলো।
উল্লেখ্য, টোরী সরকার টাওয়ার হ্যামলেটসের এডুকেশন বাজেট উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। এই বাজেট কাটের কারণে ২০২০ সালের মধ্যে টাওয়ার হ্যামলেটস ৩৩.২ মিলিয়ন পাউন্ড হারাবে। এর ফলে প্রত্যেক শিক্ষার্থী গড়ে ৯০৫ পাউন্ড অথবা স্কুলগুলো মোট ৮৯১ জন শিক্ষক হারাবে। বিবৃতিতে রুশনারা বলেন, বিগত লেবার সরকারগুলোর আমলে সারা দেশসহ টাওয়ার হ্যামলেটসের এডুকেশন খাতে বাজেট বৃদ্ধির ফসল আমরা পেয়েছিলাম। অনেক নিম্নমানের স্কুল সারাদেশের মধ্যে অন্যতম সেরা স্কুলের তালিকায় চলে এসেছিলো।
সামগ্রিকভাবে টাওয়ার হ্যামলেটসের শিক্ষার্থীদের ফলাফল ছিলো উল্লেখ করার মতো। কিন্তু টোরী সরকারের এই বাজেট কাট এসব স্কুলকে আবার ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। এক কথায় তা আমাদের ভবিষ্য্ প্রজন্মের অগ্রযাত্রাকে বাধাঁগ্রস্ত করবে। আমাদেরকে এই কাটের বিরুদ্ধে রুখে দাঁড়তে হবে। তিনি বলেন, টোরীদের উচিৎ অভিবাবক, শিক্ষক এবং শিক্ষার্থীদের উদ্বেগকে গুরুত্বের সাথে শুনা এবং টাওয়ার হ্যামলেটসের এডুকেশন বাজেট কাটের সিদ্ধান্ত থেকে সরে আসা।