পপলার এন্ড লাইম হাউজবাসী পরিবর্তন চায় : সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী কাউন্সিলার ওলিউর রহমান
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০১৭
দেশ ডেস্ক : পূর্ব লন্ডনের পপলার এন্ড লাইম হাউজ আসনে টাওয়ার হ্যামলেটস্ ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ সমর্থিত স্বতন্ত্র এমপি প্রার্থী কাউন্সিলার ওলিউর রহমান ৮ই জুনের নির্বাচনে তাঁকে নির্বাচিত করার আহবান জানিয়েছেন। তিনি বলেন, পপলার এন্ড লাইম হাউজ এলাকার মানুষ সত্যিকার অর্থে একটি পরিবর্তন দেখতে চায়। তাঁকে নির্বাচিত করলে তিনি জনগণের আশা-আকাংখার প্রতিফলন ঘটাতে নিরলস কাজ করে যাবেন।
গত ৩১ মে বুধবার বিকেলে পূর্ব লন্ডনের আলপা গ্রোভ কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। জনাকীর্ণ এই সংবাদ সম্মেলনে এমপি পদপ্রার্থী কাউন্সিলার ওলিউর রহমান বলেন, পপলার এন্ড লাইম হাউজের মানুষ লেবার পার্টির সাবেক এপি জিমফিজপ্যাট্রিকের ওপর মোটেও সন্তুষ্ট নন। জনগন মনেপ্রাণে চান পরিবর্তনের মাধ্যমে তাদের জীবনযাত্রার উন্নয়ন।
দীর্ঘ ১৪ বছরের সফল কাউন্সিলার হিসেবে অলিউর রহমান তাঁর অভিজ্ঞতার বর্ণনা দিয়ে বলেন, জনগন আজ ওয়েলফেয়ার রিফর্মের যাঁতাকলে, বেডরুম ট্যাক্সের যন্ত্রনায়, বেনিফিট ক্যাপ, অপ্রতুল সোস্যাল হাইজিং, নাইফ কাইম বৃদ্ধিসহ নানা অপকর্ম বৃদ্ধি পাওয়ায় সম্পুর্ন দিশেহারা। তারা এই আসনের নেতৃত্বে পরিবর্তন চায়। আর আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই পরিবর্তনে আমিই হবো সঠিক বিকল্প লিডারশিপ।
আমি বিশ্বাস করি, আগামী ৮ জুন জনগনের ম্যান্ডেট পেলে পার্লামেন্টে জনগনের জন্য অবিরাম সংগ্রাম চালিয়ে যাবো। সংগ্রাম করবো। টোরি পার্টি কর্তৃক গরীব ও কর্মহীন জনগনের উপর আরোপিত সকল ট্যাক্স্ মওকুফ করতে, বেনিফিট ক্যাপ ও বেডরুম ট্যাকস্সহ সকল অবাঞ্চিত বেনিফিট ব্যবস্থা বাতিল করতে। আমি বেশি বেশি সোস্যাল হাইজিং এর ঘরবাড়ি তৈরীর জন্য সংগ্রাম অব্যাহত রাখবো। নাইফ ক্রাইম বন্ধে আরো বেশি পুলিশ রাস্তায় নামানোর জন্য কাজ করবো। আমি বিগত ১৪টি বছর যেমন জনগনের পাশে ছিলাম, তেমনি পার্লামেন্টে গিয়েও জনগনের সমস্যা নিয়ে আমার সংগ্রাম অব্যাহত রাখবো। তিনি জনগনের উদ্দেশ্যে বলেন, আগামী ৮ জুনের নির্বাচনে আমি আপনদের সমর্থন প্রত্যাশী। আপনারা দলমত নির্বিশেষে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন।