কাবুলে ভারতীয় দূতাবাসের কাছে প্রচণ্ড বিস্ফোরণ, নিহত ৮০
প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০১৭
দেশ ডেস্ক : কাবুলে ভারতীয় দূতাবাসের কাছে বড়সড় বিস্ফোরণ হয়েছে। গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৮০ জন নিহত হয়েছে। বুধবার কাবুলের ওয়াজির মোহাম্মদ আকবর খান এলাকাতে এই বিস্ফোরণ হয়। ওই এলাকাতেই একাধিক দেশের দূতাবাস ও প্রেসিডেন্টের বাড়ি রয়েছে। বিস্ফোরণ স্থানের ১০০ মিটারের মধ্যে থাকা একটি বাড়ির জালনার কাচ ভেঙে গেছে। পাশাপাশি ভারতীয় দূতাবাসের কাচও ভেঙে ও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সূত্রের খবর।
তবে দূতাবাসের কর্মীরা নিরাপদেই আছেন বলে জানিয়েছেন ভারতীয় দূতাবাসের প্রতিনিধি মনপ্রীত বোহরা। আফগান জাতীয় নিরাপত্তা বাহিনী (এএনএসএফ) এলাকাটি ঘিরে রেখেছে। ইতিমধ্যেই পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ টুইট করে জানিয়েছেন যে, দূতাবাসের ভারতীয় কর্মকর্তারা সুরক্ষিত আছেন। বোমাটি দূতাবাসের প্রায় ৫০ মিটার দূরত্বে রাখা ছিল বলে জানা গিয়েছে। এখন পর্যন্ত ওই ঘটনার দায় স্বীকার করেনি কোনো সংগঠন। তবে বিস্ফোরণের নেপথ্যে আল কায়দা বা আন্তর্জাতিক সংগঠন ইসলামিক স্টেটের হাত থাকতে পারে মনে বলে করা হচ্ছে। গত বছরের মার্চ মাসে আফগানিস্তানের জালালাবাদে ভারতীয় কনস্যুলেটে হামলা চালানো হয়েছিল। ওই হামলায় মৃত্যু হয় ৯ জনের। তবে বুধবারের হামলা নেপথ্যে কারা ছিল তা এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, সম্প্রতি আফগানিস্তানে সরকার ও আন্তর্জাতিক সেনার বিরুদ্ধে ‘অপারেশন মনসৌরি’র ঘোষণা করেছে তালিবান? তার জেরেও এই ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান।