ইমরান সরকারকে আদালতে হাজিরের নির্দেশ
প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০১৭
দেশ ডেস্ক : ভাস্কর্য অপসারণের প্রতিবাদী মিছিল থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে তলব করেছে আদালত। ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রব্বানীর করা ওই মামলায় ইমরানের সাথে মঞ্চের কর্মী সনাতন উল্লাসকেও ১৬ জুন আদালতে হাজির হতে বলা হয়েছে। ঢাকার মহানগর হাকিম এস এম মাসুদ জামান বুধবার এ আদেশ দেন বলে বাদীর আইনজীবী নোমান হোসাইন তালুকদার জানিয়েছেন।
তিনি বলেন, বাদী আর্জিতে বলেছেন, গত ২৮ তারিখ মশাল মিছিলে প্রধানমন্ত্রীকে যে কটূক্তি করা হয়েছে, তাতে বাংলাদেশের নাগরিক হিসেবে তিনি ক্ষুব্ধ, অপমানিত। যেহেতু বাদী বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের আদর্শ ধারণ করেন এবং আওয়ামী লীগের প্রধান হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই কারণে বাদীর নিজেরও মানহানি হয়েছে। গণজাগরণ মঞ্চের ওই মিছিল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান ওঠার তিন দিন পর সোমবার মুখপাত্র ইমরানকে পেটানোর হুমকি দিয়েছিলেন ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কয়েকজন ছাত্রলীগ নেতার উদ্যোগে একটি মিছিল পরবর্তী সমাবেশে সেদিন তিনি বলেন, ‘এই ইমরান এইচ সরকারকে শাহবাগে অবাঞ্ছিত ঘোষণা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইমরান এইচ সরকার ও সনাতনকে (সংস্কৃতিকর্মী) যেখানেই দেখা হবে, সেখানে কুত্তার মতো পেটানো হবে।’ এর প্রতিক্রিয়ায় মঙ্গলবার ফেসবুকে এক পোস্টে ইমরান দাবি করেন, প্রধানমন্ত্রীকে নিয়ে মিছিলে কোনো কটূক্তি করা হয়নি। সমালোচনার সাথে কটূক্তিকে গুলিয়ে ফেলার এই অপচেষ্টা মানসিক দৈন্যতারই প্রকাশ।
ইমরান লিখেছেন, ‘প্রধানমন্ত্রীকে কটূক্তি করা হয়েছে বলে যে অজুহাত তারা দিচ্ছে, সেটি সত্যের অপলাপ। গণজাগরণ মঞ্চ কোনো নেতানেত্রীর বিরুদ্ধে কোনো বক্তৃতা বিবৃতিতে অশোভন ভাষা ব্যবহার করে না। জাতীয় নেতৃবৃন্দ তো দূরের কথা, কোনো বৈধ রাজনৈতিক দলের আঞ্চলিক অথবা মাঝারি সারির কোনো নেতার সম্পর্কে কথা বলার সময়ও আমরা অসৌজন্যমূলক কিছু বলি না।’ ‘বয়সে প্রবীণ ও একজন নারী’ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগ ‘স্পষ্টতই বানোয়াট ও হাস্যকর’ বলে ওই পোস্টে লিখেছেন ইমরান এইচ সরকার।
সিলেটে অবাঞ্ছিত ঘোষণা: এদিকে ডা. ইমরান এইচ সরকারের ওপর ক্ষেপেছে সিলেট ছাত্রলীগের নেতারা। টিলাগড়ের উপ-গ্রুপের ওই নেতারা এরই মধ্যে সিলেটে ইমরান এইচ সরকারকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। নিজের এলাকা না হলেও সিলেটের সঙ্গে ইমরান এইচ সরকারের রয়েছে আত্মীয়তার সম্পর্ক। এখন সিলেটের জামাই ডা. ইমরান। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ‘মেয়ের জামাই’ বলে এখন পরিচিত ইমরান এইচ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারের বিরুদ্ধে লাগামহীন মিথ্যাচার ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করায় তাকে এই অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সিলেটে গণজাগরণ মঞ্চের কার্যক্রমের ওপরও ছাত্রলীগের ওই উপ-গ্রুপের নেতারা নিষেধাজ্ঞা জারি করেছে। এ নিষেধাজ্ঞা জারি কতটুকু যুক্তিসঙ্গত তা নিয়ে মঙ্গলবার প্রশ্ন তুলেছেন গণজাগরণ মঞ্চের নেতারা। এসব নিয়ে ওয়েব দুনিয়ার সামাজিক গণমাধ্যমেও ঝড় উঠেছে। ছাত্রলীগের একটি উপ-গ্রুপের নেতাদের এই ঘোষণা নিয়েও চলছে পালটাপালটি।