বেনিফিট কাট : টাওয়ার হ্যামলেটসের শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত
প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০১৭
সরকারের বেনিফিট কাটের কারণে টাওয়ার হ্যামলেটসের শিশুরা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রমাণ পাওয়া গেছে। ডিপার্টমেন্ট অব ওয়ার্ক এন্ড পেনশনের তথ্য এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক গবেষনায় দেখা গেছে ২০১৩ সাল থেকে ২০১৬ সালের মধ্যে টাওয়ার হ্যামলেটসের ১৯৯৭ পরিবার বেনিফিট ক্যাপের আওতায় চলে যায়। ফলে এসব পরিবারের মোট ৮ হাজার ৫শ ৮৬ জন আর্থিক ক্ষতির শিকার হন, যার মধ্যে ২ হাজার ৮শ ৭৬ জন প্রাপ্ত বয়স্ক (৩৩.৫%) এবং ৫ হাজার ৭শ ১০ জন (৬৬.৫%) শিশু রয়েছেন। নভেম্বর ২০১৬ পর্যন্ত এসব পরিবার সপ্তাহে ৭০ পাউন্ড অর্থাৎ বছরে ৩ হাজার ৬শ ৪০ পাউন্ড থেকে সরাসরি বঞ্চিত হয়।
টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস এই গবেষণা তথ্যে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এর মাধ্যমে প্রমাণিত হলো সরকারের বেনিফিট কাট পলিসি দারিদ্র্যের মধ্যে জন্ম হওয়া শিশুদেরই বেশি শাস্তি দিলো। কারণ বেনিফিট কাটের কারণে টাওয়ার হ্যামলেটসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের দুই তৃতীয়াংশই শিশু। মেয়র বলেন, সরকারের এই অব্যাহত বেনিফিট কাট আর্থিক কষ্টের মধ্যে থাকা পরিবারগুলোর জন্য ক্রমাগতভাবে দূর্ভোগ বয়ে আনছে। অথচ তাদের জন্য দরকার ছিলো আরো বেশি সাপোর্ট। সংবাদ বিজ্ঞপ্তি