গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডসের ইফতার মাহফিল : ৩ হাজার পাউন্ড সংগ্রহ
প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০১৭
গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউকে’র ইফতার মাহফিল গত ৫ মে সোমবার ইস্ট লন্ডনের অট্রিয়াম সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। পাঁচ শতাধিক সদস্য ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে ইফতার মাহফিল যুক্তরাজ্য প্রবাসী গোলাপগঞ্জবাসীর মিলন মেলায় পরিণত হয়। এ সময় এলাকার ২’শ দরিদ্র পরিবারকে একমাসের খাবার প্রদানের লক্ষ্যে ফান্ড রেইজিং অনুষ্ঠিত হয়। এতে তাৎক্ষনিকভাবে প্রায় ৩ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি পাওয়া যায়। গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউকে’র সভাপতি তমিজুর রহমান রঞ্জুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হক লিটনের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সাংগঠনিক সম্পাদক আব্দুস শুকুর।
মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেথনাল গ্রীন ও বো আসনে লেবারদলীয় এমপি প্রার্থী রুশানারা আলী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলার অহিদ আহমদ, মিডিয়া-ব্যাক্তিত্ব ও বেথনাল গ্রীন এন্ড বো আসনের ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী আজমাল মাসরুর, টাওয়ার হ্যামলেটস পিপলস অ্যালায়েন্স এর সভানেত্রী কাউন্সিলর রাবিনা খান, কাউন্সিলার রাজিব আহমদ, বিশিষ্ট রাজনীতিবিদ শাইস্তা চৌধুরী কুদ্দুছ, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের, সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপু, সমাজসেবী আব্দুল কাদির হাসনাত, গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস এর সাবেক সভাপতি সায়েদ আহমদ সাদ, সাবেক সভাপতি ফেরদৌস আলম, সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাবেক ট্রেজারার সোহেল আহমদ বদরুল, সেলিম আহমদ, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্টের ট্রেজারার আশরাফুল ইসলাম, বিয়ানীবাজার প্রগতি এডুকেশন ট্রাস্টের সভাপতি হাবিবুর রহমান ময়না। সভায় বক্তারা গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস এর কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন। সেই সাথে হ্যাল্পিং হ্যান্ডস যেভাবে অসহায় দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছে তা অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হবে বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহ-সভাপতি নাহিন মাহমুদ ও মেম্বারশীপ সম্পাদক সিদ্দিকুর রহমান। হ্যাল্পিং হ্যান্ডস এর পক্ষ থেকে ইফতার মাহফিল স্পনসরকারী সংগঠনগুলোকে শুভেচ্ছা উপহার তুলে দেন সাবেক সভাপতি সায়েদ আহমদ সাদ, ফেরদৌস আলম, সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাবেক ট্রেজারার সোহেল আহমদ বদরুল, সেলিম আহমদ ও সাবেক মেম্বারশীপ সেক্রেটারি আব্দুল কাদির। -সংবাদ বিজ্ঞপ্তি