১১৬ আরোহী নিয়ে মিয়ানমারের সামরিক বিমান বিধ্বস্ত
প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০১৭
ঢাকা প্রতিনিধি : ১১৬ আরোহী নিয়ে মিয়ানমারের একটি সামরিক বিমান আন্দামান সাগরে বিধ্বস্ত হয়েছে। বিমানটি দক্ষিণাঞ্চলীয় মেইক এবং রেঙ্গুনের মধ্যে চলাচল করছিল। সম্ভবত কারিগরি ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, ৭ জুন বুধবার স্থানীয় সময় বেলা ১.৩৫-এ বিমানটি দাউয়ে শহরের ২০ মাইল দূর থেকে যোগাযোগ ছিন্ন করে ফেলে। বিমানটিতে ১০৫ জন যাত্রী এবং ১১ জন ক্রু ছিল বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে। আরোহীদের বেশির ভাগই বিমানবাহিনীর সদস্য। মেইক নগরীরর পর্যটন কর্মকর্তা নাইং লিন জাও বলেন, দাউয়ে নগরী থেকে ১৩৬ মাইল দূরে সাগরে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। নৌবাহিনী এখনো তল্লাসি চালাচ্ছে। এখনো কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।