বেথনাল গ্রীন এণ্ড বো : রুশানারা আলী বিপূল ভোটের ব্যবধানে তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত
প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০১৭
দেশ রিপোর্ট: বৃটেনের মধ্যবর্তী নির্বাচনে পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত বেথনাল গ্রীন এণ্ড বো আসনে তৃতীয়বারের মতো বিপুল ভোটে বিজয়ী হয়েছেন লেবার প্রার্থী রুশানারা আলী। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বি কনজার্ভেটিভের শার্লেট এলাইস এর চেয়ে ৩৫ হাজার ৩৯৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। রুশানারা আলী পেয়েছেন ৪২ হাজার ৯৬৯ ভোট। আর কনর্ভোটিভের প্রার্থী পেয়েছেন ৭ হাজার ৫৭৬ ভোট। এক্সেল সেন্টারে বৃহস্পতিবার রাত ১০টা থেকে ভোট গনণা শেষে শুক্রবার ভোর ৫টায় রিটার্নিং অফিসার টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার সাবিনা আক্তার ফলাফল ঘোষণা করেন।
এই আসনে স্বতন্ত্র প্রার্থী আজমাল মাসরুর পেয়েছেন ৩,৮৮৮ ভোট। লিবারেল ডেমোক্রেট প্রার্থী উইলিয়াম ডায়ার পেয়েছেন ২৯৮২ ভোট। গ্রীন পার্টির প্রার্থী অ্যালেস্টার পলসন পেয়েছেন ১৫১৬ ভোট এবং ইউকে ইন্ডিপেন্ডেন্ট (ইউকিপ) প্রার্থী পেয়েছেন ৮৯৪ ভোট।
বিজয়ী বক্তৃতায় রুশানারা আলী তাঁকে তৃতীয়বারের মতো নির্বাচিত করায় বেথনাল গ্রীন ও বো নির্বাচনী আসনের সর্বস্তরের বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এই আসনে এ বছর রেকর্ড সংখ্যক ভোট পড়েছে। মোট ৮৬ হাজার ৭৫ ভোটারের মধ্যে ৬০ হাজার ১১২জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। ২০১০ সালের নির্বাচনে ভোট পড়েছিলো ৫০ হাজার ৭২৮। আর ২০১৫ সালে ভোট পড়েছিলো ৫২ হাজারের কিছু বেশি। গত দুই বছরের তুলনায় এই বছর ৮ হাজার বেশি ভোট পড়েছে।
রুশানারা আলী বহির্বিশ্বে প্রথম বাঙালি এমপি যিনি ২০১০ সালে বেথনাল গ্রীন ও বো আসন থেকে লেবারের মনোনয়ন পেয়ে ২১ হাজারের বেশি ভোট পেয়ে বিজয়ী হন। পরবর্তীতে ২০১৫ সালের জাতীয় নির্বাচনে ৩২ হাজারেরও বেশি ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হন। এবার তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হয়ে রেকর্ড সৃষ্টি করলেন।
২০১০ সালের নির্বাচনে লিবডেমের প্রার্থী আজমাল মাসরুর এই আসনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছিলেন। সেই হিসেবে এবারের নির্বাচনে রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করেছিলেন আজমাল মাসরুর হবেন লেবার প্রার্থী রুশানারা আলী প্রধান প্রতিদ্বন্দ্বি। কিন্ত ফলাফলে তিনি ৩৮৮৮ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।