লন্ডন ব্রীজে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে পিস র্যালী শনিবার
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০১৭
দেশ রিপোর্ট: লন্ডন ব্রীজে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে আগামী ১৭ জুন শনিবার লন্ডন মুসলিম অ্যালায়েন্স-এর উদ্যোগে “নট ইন আওয়ার সিটি, নট ইন আওয়ার নেইম” প্রতিপাদ্যকে সামনে রেখে এক পিস র্যালী অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল সাড়ে ৭টায় পূর্ব লন্ডনের আলতাব আলী পার্ক থেকে যাত্রা শুরু করে লন্ডন ব্রীজে গিয়ে র্যালী শেষ হবে। উক্ত র্যালীতে যোগ দিতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের প্রতি আহবান জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি