টিউলিপ ও রুশানারাকে ফুলেল শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০১৭
দেশ রিপোর্ট: দ্বিপক্ষীয় সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডেন গেছেন। স্টকহোম যাওয়ার পথে লন্ডনে একদিনের যাত্রাবিরতি করেন তিনি। বাংলাদেশ বিমানের ভিআইপি ফ্লাইটে ১৩ জুন মঙ্গলবার দুপুরে হিথ্রো বিমানবন্দর পৌঁছলে সেখান থেকে তাঁকে সৗাউর একটি হোটেলে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন।
পরদিন বুধবার দুপুর ১২টার দিকে তিনি সদ্য অনুষ্ঠিত বৃটিশ পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী টিউলিপ সিদ্দিক ও রুশানারা আলীকে হোটেলে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়ে তিন এমপি উপস্থিত থাকার কথা থাকলেও রূপা হক অনুপস্থিত ছিলেন। যুক্তরাজ্য যুবলীগ নেতা সারওয়ার কবির সাপ্তাহিক দেশকে জানান, রূপা হকের পরিবারের কেউ সম্প্রতি ইন্তেকাল করেছেন তাই তিনি উপস্থিত ছিলেন না বলে তিনি জানতে পেরেছেন। প্রধানমন্ত্রী হোটেলে দুই বৃটিশ-বাঙালি এমপিকে স্বাগত জানিয়ে তাঁদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এর আগের দিন হোটেলে পৌঁছে প্রধানমন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিজয়ের আনন্দে কেক কাটেন। এসময় টিউলিপ সিদ্দিকের মা শেখ রেহানাও উপস্থিত ছিলেন। বুধবার দুপুরের পরে আবারও দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। বিকেল ৪টার দিকে তিনি স্টকহোমের উদ্দেশ্যে হোটেল ত্যাগ করেন। আগামী ১৬ জুন তাঁর ঢাকার উদ্দেশ্যে স্টকহোম ত্যাগ করা কথা রয়েছে।