ইস্ট লন্ডন মসজিদে মোবাইল ফোনকে বোমা সন্দেহে আতংক, বিভ্রান্তি
প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০১৭
দেশ রিপোর্ট: ইস্ট লন্ডন মসজিদের মারিয়াম সেন্টারে একটি মোবাইল ফোনকে বোমা সন্দেহে আতংক ছড়িয়ে পড়ে । তবে পুলিশ মোবাইলটি তদন্ত করে জানিয়েছে, এটি একটি স্বাভাবিক ফোন। কোনো বিস্ফোরক নয়।
জানা যায়, ১৯ জুন, সোমবার বেলা আড়াইটার দিকে মারিয়াম সেন্টারের স্টেয়ারকেইসে একটি মোবাইল ফোন পাওয়া যায়। একজন মুসল্লি মহিলা ফোনটি হাতে নিতে গেলে ফোনে রিং বেজে ওঠে । তখন তিনি মোবাইল স্ক্রিনে কলারের নাম দেখতে পান “এক্সপ্লোসিভ” । এতে তিনি ভীতসন্ত্রস্ত হয়ে বোমা-বোমা বলে দৌঁড়ে মোবাইল ফোনটি মারিয়াম সেন্টারের রিসেপশনে নিয়ে যান। যেহেতু মোবাইলে ‘এক্সপ্লোসিভ’ লেখা ওঠে তাই বোমার ভয়ে সেখানে আতংক সৃষ্টি হয়। মসজিদ থেকে ফোন করলে পুলিশ তৎক্ষনাত ঘটনাস্থলে পৌঁছে এবং পরীক্ষা-নীরিক্ষা শেষে নিশ্চিত করে ফোনটিতে কোনো এক্সপ্লোসিভ নেই। পরে মোবাইল ফোনটি মালিকে ফিরিয়ে দেয়া হয়।
এদিকে সোশ্যাল মিডিয়ায় খবর আসে ইস্ট লন্ডন মসজিদে বোমা। ফলে আতংক ছড়িয়ে পড়ে সর্বত্র। ইস্ট লন্ডন মসজিদের নির্বাহী পরিচালক দেলওয়ার খান এ ধরনের উড়ো খবরে বিভ্রান্ত না হতে সকলের প্রতি আহবান জানিয়েছেন।