হোয়াইটচ্যাপেলে বিখ্যাত মিষ্টি ব্রান্ড ‘নাওয়াল’ -এর পঞ্চম শাখার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০১৭
হোয়াইটচ্যাপেলে বিখ্যাত মিষ্টি ব্রান্ড ‘নাওয়াল’ এর পঞ্চম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে । গত ১৬ জুন শুক্রবার নাওয়াল এর প্রতিষ্ঠাতার সহধর্মীনী জারিনা ইউসুফ ফিতা কেটে আনুষ্ঠানিক্ উদ্বোধন ঘোষণা করেন।
নাওয়াল ২০১৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এর প্রডাক্টের কোয়ালিটি ও স্বাদ ভোক্তাদের আকৃষ্ট করছে। আর তাই খুবই অল্প সময়ে এই প্রোডাক্ট ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে বলে মনে করেন উদ্বোধনী অনুষ্ঠানে আসা কাস্টমাররা।
উদ্বোধনী অনুষ্ঠানে নাওয়াল এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডাইরেক্টর নাদিম ইউসুফ। তিনি বলেন, ‘নাওয়াল’ এশিয়ান কমিউনিটির প্রিয় মিঠাই। কমিউনিটির দ্বারপ্রান্তে নিয়ে আসতে ইতোমধ্যে পাঁচটি শাখা খোলা হয়েছে। আরও কয়েকটি শাখা খোলার মাধ্যমে কমিউনিটির মানুষের কাছে এর স্বাদ ও সেবা পৌছে দেওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। সাথে সাথে এসব শাখা প্রতিষ্ঠান এশিয়ান কমিউনিটিতে কর্মসংস্থান বৃদ্বি করবে বলেও তিনি মনে করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাওয়াল এর ক্যাম্পেইন ম্যানেজার হাসান জুবেরী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি