জিএসসি সাউথ ইস্ট নির্বাচন : হারুন-শহীদ-মিসবাহ প্যানেলের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০১৭
বিলেতে কট্টরপন্থী গ্রুপের উস্কানিমূলক কর্মকান্ডের বিরুদ্বে জনমত সৃষ্টিতে ধর্ম বর্ণ নির্বিশেষে কমিউনিটির সকল সম্প্রদায়ের জনগোষ্ঠীকে একযোগে কাজ করতে হবে। আর এ ক্ষেত্রে গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে’র দেশব্যাপী নেটওয়ার্ক বিশেষ ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেছেন বেথনাল গ্রীন ও বো আসনের এমপি সাবেক শ্যাডো মিনিস্টার রুশনারা আলী।
গত ১৯ জুন সোমবার লন্ডনে ওসমানী সেন্টার অডিটোরিয়ামে গ্রেটার সিলেট কাউন্সিল (জিএসসি) সাউথ ইস্ট রিজিওনের আগামী ৯ জুলাইর নির্বাচনে হারুন-শহীদ -মিসবাহ দোয়াত কলম প্যানেলের উদ্যোগে বিলেতের কমিউনিটি নেতৃবৃন্দ, বাংলা মিডিয়ার সাংবাদিক, পেশাজীবী ও জিএসসি সদস্যবৃন্দের সাথে এক মতবিনিময় সভা ও ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । তিনি বলেন, আমাদের পূর্বসূরিরা সুন্দর একটি কমিউনিটি বিনির্মাণ করে গেছেন। আমাদের কমিউনিটিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সকলকে সংকীর্ণ স্বার্থের উর্ধে উঠে কাজ করার পাশাপাশি বিলেতে উগ্রপন্থা প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আসফোর্ড মুসলিম এসোসিয়েশন কেন্ট এর সভাপতি হারুনার রশিদের সভাপতিত্বে এবং জিএসসি’র সেন্ট্রাল জয়েন্ট সেক্রেটারি ডক্টর এম মুজিবুর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা বিশেষ করে সিলেট সদর, দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, বালাগঞ্জ, বিশ্বনাথ, ওসমানীনগর, নবীগঞ্জ, চুনারুঘাট, রাজনগর, কুলাউড়া, বড়লেখা, জগন্নাথপুর, ছাতকসহ বৃহত্তর সিলেটের বিপুল সংখ্যক অতিথির উপস্থিতিতে এক মিলন মেলায় পরিণত হয়। সভায় প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ, বাংলা মিডিয়ার সাংবাদিক ও পেশাজীবীরা উপস্থিত হয়ে প্রবাসীদের দাবি দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কাউন্সিল’র গতি ত্বরান্বিত করার জন্য পরামর্শমূলক বক্তব্য রাখেন ।
সম্প্রতি ম্যানচেস্টার, লন্ডন ব্রিজ, ফিন্সবারি পার্কসহ সকল সন্ত্রাসী হামলার নিন্দা করে সভায় একটি প্রচ্চাব গৃহীত হয়। সন্ত্রাসী হামলায় নিহত ও আহত সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। এছাড়া গ্রেনফেল টাওয়ারে আগুনে নিহত ও আহত শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। ক্ষতিগ্রস্থ পরিবারদের আর্থিক ক্ষতিপূরণ প্রদানের জোর দাবি জানানো হয়। সভায় হারুন শহিদ মিসবাহ প্যানেলের সদস্যবৃন্দ প্রবাসীদের দাবি দাওয়া আদায়ে সোচ্চার ভূমিকা রাখার জন্য এবং গ্রেটার সিলেট কাউন্সিল এর সাংগঠনিক গতি ত্বরান্বিত করতে আগামী নির্বাচনে দোয়াত কলম মার্কায় ভোট দেওয়ার জন্য সকল সদস্যদের প্রতি অনুরোধ জানান। গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য এবং আগামী দিনে জিএসসি’র কার্যক্রমের গতি ত্বরান্বিত করতে পরামর্শমূলক বক্তব্য রাখেন কমিউনিটি নেতা জিএসসি’র ফাউন্ডার ট্রেজারার মাহিদুর রহমান, গ্রেটার নবীগঞ্জ ওয়েলফেয়ার ইউকে সভাপতি নেহার মিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক তুহিন চৌধুরী, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ইউকে’র সাবেক সভাপতি শাহ আজিজুর রহমান, সহসভাপতি আলহাজ রইছ আলী, কমিউনিটি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী খালেদ চৌধুরী, চুনারুঘাট এসোসিয়েশন ইউকে সভাপতি গাজিউর রহমান গাজী, সাধারণ সম্পাদক জালাল আহমেদ, আফজাল খান, বিসিএ সাংগঠনিক সম্পাদক মিঠু চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক মিয়া, ব্যারিস্টার আনোয়ার চৌধুরী, হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ইয়ুথ এসোসিয়েশন ইউকে আহবায়ক নিয়াজ মাহমুদ লিঙ্কন, কমিউনিটি সংগঠক কলা মিয়া, শিপার রেজাউল করিম, আফসর মিয়া ছোট, বিশ্বনাথ উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান গৌছ খান, মহিলা সংগঠক সোফিয়া বেগম, সাবিনা চৌধুরী, ব্যারিস্টার ইকবাল আহমেদ, ব্যারিস্টার তমিজ উদ্দিন, ব্যারিস্টার আলিমুল হক লিটন, সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদ, সাপ্তাহিক সুরমা বার্তা সম্পাদক আব্দুল কাইয়ুম, সাপ্তাহিক বাংলা পোস্টের সিনিয়র রিপোর্টার সালেহ আহমেদ, ওয়ান বাংলা নিউজ সম্পাদক জাকির হোসেন কয়েস, সাংবাদিক রুমান বখত চৌধুরী, আবুল কালাম, পৈলনফুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মতিন, শাহেদ আহমেদ চৌধুরী, গোলাপগঞ্জ হেল্প ইন হ্যান্ড ইউকে সাবেক সভাপতি তাজুল ইসলাম, ব্যারিস্টার নুরুল গাফ্ফার, একাউন্টেন্ট ওলিউর রহমান, আশরাফ পারভেজ কমিউনিটি সংগঠক নূর বক্স, হেলাল উদ্দিন, নুরুল ইসলাম, ফয়সল আহমেদ চৌধুরী, লুৎফুর রহমান, আতিকুর রহমান পাপপু, সুজাত আহমেদ, শামসুর রহমান মাহতাব, কামাল উদ্দিন, মুক্তার আলী, সৈয়দ সাইফুল আলী, শামীম আহমেদ, আব্দুস শহীদ, মওলানা আব্দুল কুদ্দুস, আশরাফ আহমেদ, মোঃ আবু তাহের, তরুণ সংগঠক আফজাল হোসেন, হাবিবুর রহমান, খালেদ খান, জামিল খান, শরিফুল ইসলাম, রুহিন মিয়া, বাবু, আবু সুফিয়ান, সৈয়দ ফখরুল আলম, শাহ সোপান আলী প্রমুখ।
হারুন-শহিদ-মিসবাহ প্যানেল সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ শহিদ, ট্রেজারার পদপ্রার্থী সৈয়দ মিসবাউল করিম সায়েম। এক্সিকিউটিভ মেম্বার পদপ্রার্থী জিএসসি পোর্টসমাউথ ব্রাঞ্চের সভাপতি মসুদ আহমদ, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি জামাল হোসেন, কমিউনিটি সংগঠক ফারুক মিয়া, বেলাল হোসেন, এমদাদ আহমেদ, আব্দুর রাহিম রনজু, জিএসসি পোর্টসমাউথ ব্রাঞ্চের সেক্রেটারি মাসুম আহমেদ, মিড্লসেক্স ব্রাঞ্চের সেক্রেটারি রাকিব এইচ রুহেল, বেডফোর্ড ব্রাঞ্চের ট্রেজারার এ এস এম আতাউর রহমান তালুকদার, কমিউনিটি সংগঠক মোঃ গিয়াস উদ্দিন, ইসলাম উদ্দিন, মোঃ আলা উদ্দিন, মজমিল আলী, হেলেন ইসলাম, মানিক মিয়া, আব্দুল বাসিত রফি, কদর উদ্দিন, মোঃ আবুল হাসনাত, ওলিউর রহমান শাহীন, এডঃ লিয়াকত আলী, তারেক আহমেদ চৌধুরী, শেখ মনোয়ার হোসেন প্রমুখ। সভার সভাপতি হারুনার রশিদ পবিত্র রমজান মাসে কষ্ট করে ইফতারে শরিক হওয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি জিএসসি সাউথ ইস্ট রিজিওনের সকল সম্মানিত সদস্যকে আগামী ৯ জুলাই লন্ডনের অট্রিয়াম হলে উপস্থিত হয়ে ভোট প্রদান করার জন্য অনুরোধ জানান । সংবাদ বিজ্ঞপ্তি