যুবলীগ নেতা জামাল খান দুর্ঘটনার শিকার
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০১৭
দেশ ডেস্ক : যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক সম্পাদক জামাল খান সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। গত ২০ জুন মঙ্গলবার রাত ১২টার দিকে পূর্ব লন্ডনের ক্যানন স্ট্রিটে পুলিশের গাড়ির সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনায় তার গাড়ি ও পুলিশের গাড়ি বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর পর তাঁকে রয়েল লন্ডন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি ঘরে ফেরেন। তাঁর অবস্থা এখন ভালো বলে জানা গেছে।