জিএসসি সাউথ ইস্ট রিজিওনের নির্বাচন ৯ জুলাই
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০১৭
গ্রেটার সিলেট কাউন্সিলের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারী সৈয়দ আব্দুল কাইয়ুম কয়ছর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ‘আগামী ৯ জুলাই সংগঠনের সাউথ ইস্ট রিজিওনের নির্বাচন পূর্ব লন্ডনের অট্রিয়াম হলে দুপুর ১২টা থেকে অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে জটিলতা দূর করতে কেন্দ্রীয় কমিটির নির্দেশে ৭ সদস্য বিশিষ্ট একটি সাব কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম মাহবুব, সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল কাইয়ুম কয়ছর, ট্রেজারার ফিরোজ খান, সংগঠনের প্রধান উপদেষ্টা মিয়া মনিরুল আলম, সাবেক সভাপতি মনছব আলী, সহ সভাপতি আব্দুল মান্নান, ও মির্জা আসহাব বেগ । এই কমিটি উভয় পক্ষের সাথে আলাপ আলোচনা করে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য পূর্বে নির্বাচন কমিশনকে আবারো নিয়োগ দিয়েছেন।
নির্বাচন কমিশনারগন হচ্ছেন বিবিসিসিআইর সাবেক সভাপতি শাহগির বখত ফারুক, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলার সিরাজুল ইসলাম, ক্যানারিওয়ার্ফ গ্রুপের কমিউনিটি অ্যাফেয়ার্স জাকির খান। উল্লেখ্য, গ্রেটার সিলেট কাউন্সিল সাউথ ইস্ট রিজিওনের বিজিএম ও নির্বাচন সম্পন্ন করতে কেন্দ্র গঠিত সাব কমিটির সবধরনের সহায়তা প্রদান করবে। এদিকে বিজিএম ও নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা চেয়েছে সাব কমিটি। নির্বাচনে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি