মাইল এন্ড স্টেডিয়ামে ঈদ জামাত সাড়ে ৯টায়
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০১৭
মাইল এন্ড স্টেডিয়ামে এবারো ঈদের জামাত অনুষ্ঠিত হবে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সহযোগিতায় চ্যারেটি সংস্থা হিউম্যান আপীল এই ঈদের জামাতের আয়োজন করেছে। উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৫ জুন রোববার অথবা ২৬ জুন সোমবার ব্রিটেনে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। আয়োজকদের পক্ষ থেকে সকাল ৯টা ৩০ মিনিটে নামাজ শুরুর সময় নির্ধারণ করা হয়েছে। এদিকে টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস স্থানীয় বাসিন্দাদের ঈদের জামাতে অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, ঈদ মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ উ্সব এবং বিশ্বের বিভিন্ন দেশে খোলা মাঠে ঈদের জামাত আয়োজনের ঐতিহ্য রয়েছে। এই ঐতিহ্যকে আমাদের রারায় সমুন্নত করতে পেরে মেয়র হিসাবে আমি গর্বিত।
বিবৃতিতে মেয়র, ঈদের জামাত আয়োজনে সহযোগিতা করার জন্য হিউম্যান আপীল, ঈদ ইন দ্যা পার্ক কমিটি, রেডকোট রেসিডেন্ট ফোরাম এবং স্টেপনী ফুটবল ক্লাবকে বিশেষভাবে ধন্যবাদ জানান। ঈদ ইন দ্যা পার্কের প্রতিষ্ঠাতা সাবেক কাউন্সিলার আব্দাল উল্লাহ তৃতীয়বারের মতো ঈদের জামাত আয়োজনে সহযোগিতার জন্য টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগসকে বিশেষভাবে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমি আশা করছি স্থানীয় বাসিন্দারা ঐতিহ্যবাহী এই নামাজে শরীক হয়ে একে সফল করবেন। আব্দাল উল্লাহ নামাজ আয়োজনে সহযোগিতার জন্য হিউম্যান আপীল ও ঈদ ইন দ্যা পার্ক কমিটিসহ সবাইকে বিশেষভাবে ধন্যবাদ জানান। সংবাদ বিজ্ঞপ্তি