হোয়াইট হাউজে ইফতার ডিনার : দু’শতাধিক বছরের রেওয়াজ ভঙ্গ করলেন প্রেসিডেন্ট ট্রাম্প
প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০১৭
দেশ রিপোর্ট: হোয়াইট হাউজে রামাদ্বানের শেষ দিনে মুসলমানদের সম্মানে ইফতার ডিনার আয়োজনের ২শতাধিক বছরের রেওয়াজ ভঙ্গ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনালড ট্রাম্প। ১৮০৫ সালে শুরু হওয়া এই রীতি ১৯৯৬ সালে প্রেসিডেন্ট ক্লিনটনের সময়ে ফার্স্ট লেডি হিলারী ক্লিনটনের তত্তাবধানে প্রতি বছর পালিত হয়। পরবর্তীতে প্রেসিডেন্ট জর্জ বুশ ও বারাক ওবামার সময়েও নিয়মিত অনুষ্ঠিত হয়েছে । কিন্তু এ বছরই ব্যতিক্রম ঘটলো । নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনালড ট্রাম্প ইফতার ডিনার আয়োজন করলেন না।-তথ্যসূত্র দ্যা ইণ্ডিপেন্ডেন্ট