ইউকেবিসিসিআই’র বার্ষিক বিজনেস এন্ড এন্টাপ্রেনার এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ১৫ অক্টোবর : ব্যাপক প্রস্তূতি
প্রকাশিত হয়েছে : ২৭ জুন ২০১৭
ব্রিটেন এবং বাংলাদেশের সফল ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের একই প্লাটফর্মে নিয়ে আসার লক্ষ্যে কাজ করছে বৃটিশ-বাংলাদেশী ব্যবসায়ীদের অন্যতম শীর্ষ সংগঠন ইউকে বাংলাদেশ ক্যাটলিস্টস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ইউকেবিসিসিআই) । এই সংগঠন গত বছরের সাফল্যের ধারাবাহিকতায় আগামী ১৫ অক্টোরব রোববার অভিজাত লন্ডন হিলটন পার্কলেন হোটেলে দ্বিতীয়বারের মতো বিজনেস এন্ড এন্টারপ্রেনার এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০১৭ এবং গালা ডিনার আয়োজন করতে যাচ্ছে। অ্যাওয়ার্ডস অনুষ্ঠান সফল করতে চলছে ব্যাপক প্রস্তূতি।
গত বছর স্থানীয় এবং বৃহত্তর পরিসরে ব্যবসা ক্ষেত্রে সফলতার স্বীকৃতি প্রদান করা হয়েছিল প্রথমবার অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে । ইউকেবিসিসিআই’র চেয়ারম্যান বৃটিশ-বাংলাদেশী শীর্ষ ব্যবসায়ী ইকবাল আহমেদ ওবিই এবং প্রেসিডেন্ট বজলুর রশিদ এমবিইসহ কয়েকজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর হাতেগড়া এই সংগঠন তাঁদের জ্ঞান এবং অভিজ্ঞতার আলোকে ব্যবসায়ী কমিউনিটির উন্নয়নে কাজ করে যাচ্ছে।
সভা, সেমিনার আয়োজনের মাধ্যমে প্রতিশ্রুতিশীল উদ্যেক্তা ও ব্যবসায়ীদের পরামর্শ, প্রশিক্ষণ প্রদান এবং জনসংযোগ সুবিধা দিয়ে থাকে ইউকেবিসিসিআই। এসব সেমিনারে ব্রিটেন ও বাংলাদেশের মন্ত্রী এবং শীর্ষ ব্যবসায়ীগণ উপস্থিত থাকেন।
এছাড়াও রোড শো ও অনুষ্ঠানমালা আয়োজন করা ছাড়াও ব্যবসায়ীদের মধ্যে সরাসরি সম্পর্ক স্থাপন এবং প্রকল্প প্রণয়ন করে থাকে এই সংগঠন । ইউকেবিসিসিআই’র সহযোগিতায় এসব পরিকল্পনার ফলে নতুন এবং পুরাতন ব্যবসায়ীদের মধ্যে যেমন আত্মবিশ্বাস বৃদ্ধি পায় তেমন ব্রিটেন এবং বাংলাদেশে তাদের যোগাযোগও বাড়ে।
ইউকেবিসিসিআই প্রেসিডেন্ট বজলুর রশিদ এমবিই বলেন, “তিন বছর আগে প্রতিষ্ঠিত ইউকেবিসিসিআই স্বল্প সময়ের মধ্যে ব্যবসাখাতে সাহসী এবং সম্মানীত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। গত বছর আমাদের প্রথম অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠানে এমপি, ভিআইপিসহ প্রায় ৮শ অতিথি অংশগ্রহণ করেন । এই অনুষ্ঠানের মাধ্যমে ইউকেবিসিসিআই যে শুধু সুনাম ছড়িয়ে পড়েছে তা নয়, ব্রিটেন এবং বাংলাদেশে এন্টারপ্রেনারগণ কী করছেন তা তুলে ধরার মধ্য দিয়ে আমাদের প্রকৃত উদ্দেশ্য প্রতিফলিত হয়েছে।“
ব্যবসায়ী এবং উদ্যোক্তা হিসেবে সফলতার জন্য মনোনয়নের ক্ষেত্রগুলোর মধ্যে বেস্ট নিউ বিসনেজ, কন্ট্রিবিউশন টু দ্যা ইন্ডাস্ট্রি, ইয়ং এন্টাপ্রেনার অব দ্যা ইয়ার এবং বেস্ট প্রোডাক্ট অব দ্যা ইয়ারসহ আরো কয়েকটি ক্ষেত্র রয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি