মহানগর খেলাফত মজলেসের ঈদ পুনর্মিলনী সমাবেশ : ঈদের শিক্ষা কাজে লাগিয়ে বৈষম্যহীন সমাজ গড়ার আহবান
প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০১৭
বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও যুক্তরাজ্য শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ বলেছেন, ঈদ হচ্ছে মুসলিম মিল্লাতের জন্য আনন্দ ও উৎসবের দিন। এই উৎসবের অন্য কোন উৎসবের সাথে তুলনা হয় না। তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,আলহামদুলিল্লাহ! ৩৬৫ দিনের মধ্যে পাঁচ দিন হচ্ছে আমাদের ঈদ । আর ঈদ এমন এক পরিচ্ছন্ন আনন্দ-সৌকর্যমণ্ডিত যা মানবতার বিজয়বার্তা ঘোষণার পাশাপাশি আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি অর্জনের পথ নির্দেশ করে। এই ঈদে আমরা বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার শিক্ষা পাই । ফিতরা প্রদান, জাকাত আদায় ও ঈদের নামাজের মধ্য দিয়ে আমরা এমন কিছু কাজ ও আচরণ প্রদর্শন করি, যার প্রভাব পড়ে সারা জীবনে। তিনি ঈদের পরিপূর্ণ শিক্ষাকে কাজে লাগিয়ে একটি বৈষম্যহীন সুন্দর সমাজ গড়ে তোলার আহবান জানান।
গত ২৮ জুন বুধবার বিকেলে লন্ডন মহানগর খেলাফত মজলিস এর উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন । শাখা সভাপতি হাফিজ মাওলানা এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা সাদিকুর রহমান ও সহ-সাধারণ সম্পাদক মাওলানা শাহ মিজানুল হক।
লন্ডনস্থ আলহুদা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য খেলাফত মজলিসের অফিস সম্পাদক কারী আব্দুল করিম ওবায়েদ, লন্ডন মহানগরীর সাবেক সভাপতি মাওলানা তাইদুল ইসলাম, যুক্তরাজ্য শাখার নির্বাহী সদস্য জনাব মারুফ আহমেদ, মহানগরীর সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল আহাদ, লন্ডন মহানগরী সহসভাপতি মুফতি আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি মাওলানা আব্দুল মালিক, এসিসটেন্ট সেক্রেটারি মাওলানা জাবির আহমেদ, মাওলানা ফুজাইল আহমেদ নাজমুল, বায়তুলমাল সম্পাদক মাওলানা শায়খ রুম্মান আহমেদ, দাওয়া বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা মুতাসিম বিল্লাহ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা দিলোয়ার হোসেন, খেলাফত মজলিস হ্যাকনী শাখার সভাপতি মাওলানা আব্দুল খালিক সাহেদ, সেক্রেটারি মাওলানা আমিরুল ইসলাম, টাওয়ার হ্যামলেটস শাখার সাবেক সভাপতি হাফিজ আব্দুল হক, সাউথএন্ড শাখার সভাপতি এনটিভি প্রেজেন্টার মাওলানা আশরাফুল মাওলা, বো শাখার সাবেক সভাপতি কামরুল ইসলাম, কেন্ট শাখার সাভাপতি মাওলানা শাহজান ও মাস্টার আফসোর হোসাইন । সংবাদ বিজ্ঞপ্তি