লন্ডন এন্টারপ্রাইজ একাডেমীতে চ্যারিটি ইফতার অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০১৭
ইস্ট লন্ডনের ফ্রি সেকেন্ডারী স্কুল, লন্ডন এন্টারপ্রাইজ একাডেমীর ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো এক চ্যারিটি ইফতার । গত ২৩ জুন শুক্রবার স্কুল ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে ফান্ড রেইজ করা হয় মুসলিম চ্যারিটি পরিচালিত ‘লন্ডন টু মক্কা বাইক রাইড’র জন্য।
স্কুলের শিক্ষক আব্দুল হান্নানের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রিন্সিপাল আশিদ আলী। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাহদি হাসান, হাফিজ ওয়াসিফ, হাফিজ মুস্তাফিদ, নাদিদ আহমেদ ও তানিম খান। নাশিদ পরিবেশন করেন মেহেদী হাসান । ‘লন্ডন টু মক্কা বাইক রাইড’ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন রাইডে অংশগ্রহনকারী রাশিদ আলী।
চ্যারিটি ইফতারে উপস্থিত শিক্ষার্থীরা এই প্রজেক্টে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। শিক্ষার্থীদের দানের এই অর্থ বাংলাদেশে পথ শিশুদের লেখাপড়া, জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে।
প্রিন্সিপাল আশিদ আলী বলেন, কীভাবে সমাজের অসহায় ও দরিদ্র মানুষদের কল্যানণ কাজ করা যায়, এই শিক্ষা ছোটবেলা থেকেই লালন করা উচিত ছেলে-মেয়েদের। আর এই অনুভুতিটূকু তাদের মনে জাগ্রত হলে তারা সত্যিকার অর্থে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে । শুধু নিজে নয়, অন্যকে সাহায্য করার মানসিকতাও তাদের মধ্যে গড়ে উঠবে। তাতে মূলত সমাজই উপকৃত হবে। সংবাদ বিজ্ঞপ্তি