নাইফ ক্রাইম প্রতিরোধে লন্ডন মেয়র ঘোষিত স্ট্র্যটিজিতে যা রয়েছে
প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০১৭
নাইফ ক্রাইম (ছুরিজনিত অপরাধ) প্রতিরোধে লন্ডন মেয়র সাদিক খান নতুন স্ট্র্র্যাটেজি ঘোষণা করেছেন। স্ট্র্যাটেজিতে রাজধানী লন্ডনের সেকেন্ডারি স্কুলগুলোতে মেটাল ডিটেক্টর সরবরাহসহ এখাতে বাজেট বৃদ্ধির ঘোষণা রয়েছে। তিনি গত ২৭ জুন, মঙ্গলবার এই নতুন ঘোষনা দেন। নাইফ ক্রাইম প্রতিরোধে লন্ডন মেয়র ঘোষিত স্ট্র্যটিজিতে রয়েছে -১) লন্ডনের ৪৮৪টি সেকেন্ডারি স্কুলে মেটাল ডিটেক্টর সরবরাহ, ২) অতিরিক্ত ৬২৫ হাজার পাউন্ড বরাদ্দ (এর ফলে এখাতে মোট বরাদ্দের পরিমান হবে ৭ মিলিয়ন পাউন্ড), ৩) ৮০জন স্পেশাল পুলিশ সদস্য নিয়ে বিশেষ টিম গঠন যাদের কাজ হবে নাইফ ক্রাইম হট স্পটগুলোতে কর্মরত অন্যান্য মেট পুলিশ সদস্যদের সহযোগিতা করা, ৪) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে করা স্টপ এন্ড সার্চে মেট পুলিশকে আরো সহযোগিতা প্রদান ও ৫) নাইফ ক্রাইম আক্রান্তদের সহায়তার জন্য ২ মিলিয়ন পাউন্ডের তহবিল বরাদ্দ ইত্যাদি।
এদিকে নাইফ ক্রাইম প্রতিরোধে লন্ডন মেয়র সাদিক খানের নতুন স্ট্র্র্যাটেজিকে স্বাগত জানিয়েছেন টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস। এক বিবৃতিতে তিনি বলেছেন, টোরি সরকার কর্তৃক পুলিশের ব্যাপক বাজেট কাট এ ধরনের অপরাধ দমনকে কঠিন করে তুলেছিলো। অর্থাৎ এ ধরনের অপরাধ প্রবনতা বৃদ্ধির মূল কারণই হচ্চেছ টোরি সরকারের ব্যাপক ব্যয় সংকোচন তথা পুলিশের সংখ্যা কমিয়ে আনা। কিন্তু আজ আমি আনন্দিত যে, লন্ডনের লেবার মেয়র সাদিক খান বিষয়টির গুরুত্ব বুঝে এটি প্রতিরোধে এগিয়ে এসেছেন। আশা করছি তার উদ্যোগ রাজধানী লন্ডন তথা টাওয়ার হ্যামলেটসের পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। সংবাদ বিজ্ঞপ্তি