ফিন্সবারী পার্কে সন্ত্রাসীর গাড়িচাপায় নিহত মকরম আলী হিরন মিয়ার জানাজা শুক্রবার
প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০১৭
দেশ ডেস্ক: ফিন্সবারী পার্কে শ্বেতাঙ্গ সন্ত্রাসীর ভ্যানচাপায় নিহত বৃটিশ-বাংলাদেশী মকরম আলী হিরন মিয়ার নামাজে জানাজা ৩০ জুন শুক্রবার বাদ জুম্মা ইস্ট
লন্ডন মসজিদে অনুষ্ঠিত হবে। নিহত মকরম আলীর ভাতিজা লায়েক মিয়া বৃহস্পতিবার মিডিয়াকে এ খবর জানিয়েছেন।
উল্লেখ্য, মকরম আলী গত ১৮ জুন রোববার রাতে ফিন্সবারী পার্ক মুসলিম ওয়েলফেয়ার মসজিদ থেকে তারাবীহের নামাজ বেরিয়ে যাওয়ার পথে এক শ্বেতাঙ্গ সন্ত্রাসীর ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরন করেন। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হন। ঘটনাটি বৃটেনসহ সারা বিশ্বের মিডিয়ায় ফলাওভাবে প্রচারিত হয় । ঘটনার পর বৃটেনের রানী এলিজাবেথ, প্রিন্স চার্লস, প্রধানমন্ত্রী থেরেসা মে, লন্ডন মেয়র সাদিক খান, লেবার লিডার জেরেমি করবিন, কমিউনিটি সেক্রেটারী সাজিদ সাভিদসহ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
উল্লেখ্য, মকরম আলী হিরন মিয়া মুত্যুকালে স্ত্রী, ৪ মেয়ে, ২ ছেলেসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন । তাঁর দেশের বাড়ী সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের স্বরওয়ালা গ্রামে। ছোট ভাই মোহাম্মদ জাহির আলী দীর্ঘদিন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) ছিলেন ।