ওয়েভার্স ফিলডে বাংলাদেশী মহিলাকে ছিনতাই অপচেষ্টা, শ্বেতাঙ্গ ছিতনাইকারীকে পাকড়াও করে পুলিশে দিলো জনতা (ভিডিও)
প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০১৭
দেশ রিপোর্ট: পূর্ব লন্ডনের ওয়েভার্স ফিলডের পাশে ক্যালসি স্ট্রিটে এক বাংলাদেশী মহিলার হাতব্যাগ ছিনতাইকালে শ্বেতাঙ্গ ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। ঘটনাটি ঘটেছে, ১ জুলাই শনিবার বেলা ২টার দিকে।
একজন প্রত্যক্ষদর্শী জানান, ঘটনার সময় একজন বাংলাদেশী মহিলা তাঁর ছেলেকে ওয়েভার্স ফিলডে ভ্যালেন্স এফসি ফুটবল টুর্নামেন্টে খেলতে দিতে আসছিলেন। ওয়েভার্স ফিলডের প্রবেশমুখে পৌঁছতেই একজন শ্বেতাঙ্গ ছিনতাইকারী মহিলার কাধে ঝুলানো ব্যাগ ছিনিয়ে নিতে টানা-হেচড়া শুরু করে। মহিলা ব্যাগ ছেড়ে দিতে না চাইলে ছিনতাইকারী কিল-ঘুষি মারতে শুরু করে। এসময় মহিলার চিৎকার শোনে ভ্যালেন্স এফসির কোচসহ পথাচারীরা ছুটে এসে মহিলাকে উদ্ধার করে ছিনতাইকারীকে পাকড়ার করেন । খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছিনতাইকারীকে আটক করে পুলিশ স্টেশনে নিয়ে যায়। পথচারীরা ছিনতাইয়ের ঘটনা রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিলে তা ভাইরাল হয়ে যায়।
ভ্যালেন্স এফসি’র কোচ জুনেল আহমদ সাপ্তাহিক দেশকে জানান, এটি একটি ছিনতাইয়ের ঘটনা। ইসলামফোবিক কিছু বলে তার মনে হয়নি। ছিনতাইকারীকে তার কাছে মাদকাসক্ত বলে মনে হয়েছে। তিনি প্রতি ভ্যালেন্স এফসিতে সন্তানদের খেলতে দিয়ে আসা পুরুষ মহিলাদের চলাফেরায় বিশেষ সতর্কতা অবলম্বনের আহবান জানান। উল্লেখ্য, উইভার্স ফিলডে প্রতি শনিবার বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত ভ্যালেন্স এফসি টুর্নামেন্টে ফুলবল খেলতে আসে অর্ধশতাধিক শিশু।