ফরহাদ মজহারকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০১৭
দেশ ডেস্ক: কবি, সাংবাদিক ও কলামনিস্ট ফরহাদ মজহারকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার সকাল নয়টার কিছু আগে তাকে প্রথমে আদাবর থানায় নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে সকাল দশটার কিছু পরে ডিবি অফিসে নেওয়া হয়। ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আখতার জানান, ফরহাদ মজহারকে পরিবারের কাছে দেওয়া হবে বলে পুলিশ তাঁকে জানিয়েছে।
গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে যশোরের অভয়নগরে খুলনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস থেকে উদ্ধার করা হয় ফরহাদ মজহারকে। স্বজনেরা অভিযোগ করেন, গতকাল ভোরে কে বা কারা ফরহাদ মজহারকে রাজধানীর শ্যামলীর হক গার্ডেনের বাসার সামনে থেকে তুলে নিয়ে গেছে।
আদাবর থানার এএসআই সাখাওয়াত হোসেন জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে একটি দল ফরহাদ মজহারকে ঢাকায় নিয়ে এসেছে। তাঁকে সকাল ৯টার দিকে আদাবর থানায় নেওয়া হয়। সাড়ে নয়টার দিকে তাকে সেখান থেকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়।