সিলেটে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০১৭
সিলেট প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে সিলেট-ঢাকা মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা-শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে অটোরিকশা চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন যাত্রী। চারজনের অবস্থা আশঙ্কাজনক।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গোয়ালাবাজার আদর্শ মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এর মধ্যে আসকন্দর আলী (৫৫) নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি বুরুঙ্গা ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের বাসিন্দা। তবে দুর্ঘটনায় নিহত অপর দুইজনের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বালাগঞ্জ ওসমানীনগর দমকল বাহিনীর দলনেতা মজনু মিয়া জানান, দুর্ঘটনায় নিহতদের সবাই পুরুষ। খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে ওসমানীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদ উল্লাহ জানান, ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রাবাহী বাস ও বিপরীতমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। নিহতদের উভয়েই পুরুষ। আরও চারজনের অবস্থা আশঙ্কাজনক।