ইলিয়াসপত্মী লুনাকে বিদেশ যেতে বাধা না দেয়ার নির্দেশ
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০১৭
ডেস্ক রিপোর্ট: নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনাকে বিদেশে যেতে বাধা না দেয়ার জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে যুক্তরাজ্যে গমনপথে বিমানবন্দরে লুনাকে বাধা দেয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না- এ মর্মে রুলও জারি করেছে আদালত। লুনার করা এক রিট আবেদনের শুনানি শেষে গতকাল বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি এম ফারুকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে লুনার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম।
রোববার যুক্তরাজ্যে যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাহসিনা রুশদীর লুনাকে আটকে দেয়া হয় বলে অভিযোগ করেন। তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনে যাওয়ার জন্য বিমানবন্দরের বোর্ডিং পাস পাওয়ার পরও তাকে দেড় ঘণ্টা বসিয়ে রাখা হয়। এক পর্যায়ে ইমিগ্রেশন পুলিশ তাকে জানায়, তার (লুনা) ছেলেমেয়েরা যেতে পারলেও তিনি যেতে পারবেন না। পরে লুনা বাসায় ফিরে যান।