অবশেষে লন্ডন এলেন ইলিয়াস আলীর স্ত্রী লুনা
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৭
দেশ ডেস্ক : আদালতের নির্দেশের পর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা লন্ডন এসেছেন। ১২ জুলাই বুধবার সন্ধ্যায় তিনি হিথ্রো এয়ারপোর্ট পৌঁছলে বিএনপি নেতাকর্মীসহ বিশ্বনাথের প্রবাসীরা তাঁকে স্বাগত জানিয়ে নিয়ে আসেন।
এর আগে গত রোববার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি লন্ডন আসতে চাইলে ইমিগ্রেশন পুলিশের বাধায় আসতে পারেন নি। তবে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান ইলিয়াস আলীর স্ত্রীর বরাত দিয়ে জানান, বুধবার সকাল ১০টার ফ্লাইটে লন্ডন যেতে চাইলে প্রথমে তাঁকে বাধা দেয় ইমিগ্রেশন পুলিশ।
পরে তাঁকে যেতে দেয়া হয়। শায়রুল কবির জানান, ইলিয়াস আলী ও তাহসিনা রুশদির লুনা দম্পতির বড় ছেলে আবরার ইলিয়াস লন্ডনের ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইংল্যান্ড থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে। সেখানে তার কনভোকেশনে উপস্থিত থাকার কথা মা তাহসিনা রুশদির।