বিশিষ্ট নাট্যাভিনেতা তসলিম আহমেদের সংবর্ধনা ১৬ জুলাই
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৭
বিশিষ্ট নাট্য অভিনেতা ও পরিচালক তসলিম আহমেদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান আগামী ১৬ জুলাই রোববার বিকাল ৬টায় ৫০বি গ্রেটোরেক্স স্ট্রিট লন্ডন ই১ ৫এনপি মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত হবে।
’আমরা কজনের’ উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে তসলিম আহমেদের অভিনয় জীবনের বিভিন্ন দিক নিয়ে কথা হবে। এছাড়া অনুষ্ঠান জুড়ে থাকবে বিভিন্ন শিল্পীদের গান, কবিতা ও কৌতুক। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন উর্মি মাজহার, মিছবাহ জামাল, ইউসুফ আলী খান ও রুপি আমিন। সংবাদ বিজ্ঞপ্তি