মুক্তিযুদ্ধের সংগঠক আমীর আহমদ সিংকাপনীর জানাজা ও দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৭
দেশ রিপোর্ট : যুক্তরাজ্যের প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব, ইমিগ্র্যাশন কনসালটেন্ট, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক লেখক আমীর আহমদ সিংকাপনিকে জানাজা শেষে এসেক্সের গার্ডেন্স অব পিসে সমাহিত করা হয়েছে।
৭ জুলাই শুক্রবার বাদ জুম্মা ইস্ট লন্ডন মসজিদে মরহুমের জামাজে জানাজা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, আমীর আহমদ সিংকাপনি গত ৫ জুলাই বুধবার বিকেল সাড়ে ৫টায় লন্ডনের ওয়েম্বলী পার্কের নিজ বাসায় বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনী, তিন ভাইসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি ছিলেন মৌলভীবাজারের বিশিষ্ট আলেম হাফেজ মাওলানা আব্দুল কাদের চৌধুরী সিংকাপনী (রাহঃ) এর তৃতীয় পুত্র। তিনি ১৯৬৩ সালে যুক্তরাজ্যে আসেন। ১৯৬৪-৬৫ সালে আক্সব্রিজ পাকিস্তান ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রেসিডেন্ট, ১৯৬৬-৬৮ সালে পোর্টসমাউথ পাকিস্তান ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও হ্যামশায়ার মুসলিম সোসাইটির সেক্রেটারি ছিলেন।
এছাড়াও, ১৯৮০ সালে সোয়ান্সি মসজিদ ও ইসলামিক সেন্টারের কনসালটেন্ট, ১৯৮২-৯২ সালে পশ্চিম লন্ডনের বেঙ্গলি কমিউনিটি এসোসিয়েশনের প্রেসিডেন্ট, ১৯৮৪ সালে গ্রেটার লন্ডন কাউন্সিলের মেম্বার, ১৯৭১ সালে বাংলদেশ এ্যাকশান সাব কমিটির চেয়ারম্যান, ১৯৭৭-৭৮ সালে পোর্টসমাউথ মসজিদের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। মরহুমের ছোট ভাই বিশিষ্ট কমিউনিটি নেতা সাংবাদিক কেএম আবু তাহের চৌধুরী তাঁর ভাইয়ের রুহের মাগফেরাত কামনায় কমিউনিটির সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।