লন্ডনের পথে খালেদা জিয়া
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০১৭
ডেস্ক রিপোর্ট:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশে লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন । এ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়ে যান।
এর আগে বিকাল সোয়া ৬টায় গুলশানের বাসভবন থেকে রওনা দিয়ে ৭টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি।
এ সময় বিমানবন্দরের সামনের রাস্তায় অপেক্ষমান বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী শ্লোগানে শ্লোগানে মুখরিত করে করে তুলে পুরো এলাকা। শোডাউনের মাধ্যমে তার বিএনপি চেয়ারপারসনকে বিদায় জানান। খালেদা জিয়ার সঙ্গে তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন একান্ত সচিব আবদুস সাত্তার ও গৃহকর্মী ফাতেমা।