কমিউনিটির মানুষকে বই পড়তে উদ্ধুদ্ধ করার লক্ষ্যে মারিয়াম সেন্টারের উদ্যোগে অনুষ্ঠিত হলো জাস্টরিড ফ্যামেলি সেলিব্রেশন
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০১৭
লন্ডন, ১৫ জুলাই : কমিউনিটির সর্বস্তরের মানুষকে বই পড়তে উদ্ধুদ্ধ করার লক্ষ্যে ১৫ জুলাই শনিবার লন্ডন মুসলিম সেন্টারে দিনব্যাপী অনুষ্ঠিত হলো ‘জাস্টরিড ফ্যামেলি সেলিব্রেশন’।
মারিয়াম সেন্টার পরিচালিত জাস্টরিড প্রজেক্টের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটির মানুষ অংশগ্রহণ করেন । দেড় শতাধিক পুরুষ-মহিলা ও শিশু কিশোরের উপস্থিতিতে অনুষ্ঠিত জাস্ট রিড সেলিব্রেশনে বইপড়ার উপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে তিন মহিলা লেখক- হাজেরা মেমন, এলিজাবেথ লায়মার ও জাজমিন বেগম কেনেডি তাঁদের নিজ নিজ বইয়ের বিষয়বস্তুর উপর বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন ‘দ্যা বয় ইন দ্যা ওয়েল’ গ্রন্থের রচয়িতা ১৩ বছর বয়সী মানাল ফারিস, এ-টু-জেড ইসলামিক সাইন গ্রন্থের রচয়িতা আমিনুল হক ও ইয়াসমিন খানম এবং লেখিকা লতিফা বিনত মুহাম্মদ। সার্বিক পরিচালনায় ছিলেন জাস্টরিড প্রজেক্টের কো-অর্ডিনেটর মাহেরা রুবি।
উল্লেখ্য, ‘কিপিং আওয়ার কমিউনিটিজ এনগেইজ ইন রিডিং’ শ্লোগানকে সামনে রেখে চলিত বছরের শুরুতে মারিয়াম সেন্টারের উদ্যোগে শুরু হয় ‘জাস্ট রিড প্রজেক্টে’র কার্যক্রম। গত ২০ মে এই প্রজেক্টের উদ্যোগে কমিউনিটির মা, দাদী ও নাতি-নাতনীদের নিয়ে আয়োজন করা হয় প্রথম অনুষ্ঠান ‘আওয়ার শেয়ার স্টোরীজ’। মারিয়াম সেন্টারে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে মুসলিম-ননমুসলিম বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক পরিবার অংশগ্রহণ করে।