কুলাউড়ায় ড. সাইফুল আলম চৌধুরীর পক্ষে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০১৭
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কুলাউড়ার বিভিন্ন ইউনিয়ন ও এলাকায় কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সাইফুল আলম চৌধুরীর পক্ষে ত্রাণ বিতরন করা হয়েছে । কুলাউড়া পৌরসভার সাদেকপুর, কাদিপর, ভুকশিমইল, বরমচাল ও ভাটেরা ইউনিয়নে অসহায় মানুষের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয় ।
ত্রান বিতরণ করেন প্রবীণ রাজনীতিবিদ খন্দকার লুৎফুর রহমান, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য শিরীন আক্তার চৌধুরী মুন্নী, শরিফপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব আলী, মৌলভীবাজার পৌরসভার কমিশনার বাবু স্বাগতকিশোর দাস চৌধুরী, কুলাউড়া পৌরসভার কমিশনার মঞ্জুরুল আলম চৌধুরী খোকন, খন্দকার আব্দুল মালিক নানু মিয়া, ছাত্রদল নেতা খন্দকার রিয়াজ, খন্দকার কাশেম, মুন্না চৌধুরী, কাওছার আহমদ, যুবনেতা রায়হান, ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য রিংকু দাস প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি