সিলেট এমসি কলেজ হোস্টেলের প্রাক্তণ ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০১৭
সিলেট এমসি কলেজ হোস্টেলের ১৯৮৪ সালের ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে গত ৩ জুলাই পূর্ব লন্ডনের ব্লুমুন সেন্টারে। এ মিলনমেলায় পুরনো দিনের বন্ধুদের পেয়ে অনেকেই স্মৃতিচারনে ডুবে যান। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে এসে মিলিত হওয়া সহপাঠি ছাত্রদের কারো কারো সাথে দেখা হয় কয়েক দশক পর । সুদুর আমেরিকা থেকে এসে ফয়সল আহমদ পুনর্মিলনীতে যোগ দেন। হোস্টেল ও কলেজ জীবনের বিভিন্ন হাসি কান্না, আড্ডা, বেড়ানো ও প্রতিযোগিতার স্মৃতিচারন করেন সবাই।
এর আগে দুপুরের খাবারের জন্য সবাই মিলিত হন বারাকা ইটারি রেস্টুরেন্টে। এ স্মৃতিচারনে অংশ নেন ডা. আহমেদ হোসেন, অলি আহমদ, সৈয়দ ইকবাল আহমদ (শাওন), ফয়সল আহমদ, আকমল হোসেন কামালী (রতন), সুহেল আহমদ, রফিকুজ্জামান, আব্দুল মান্নান, তৌফিক আলি মিনার, মো. বাহলুল, জাবেদ আহমদ, আবু বকর, নেছার আহমদ, মতিউর রহমান, শামীম আহমদ, ইসমাইল হোসেন, আকিকুর রহমান, মল্লিক আব্দুল মুহিত, মকসুদ, আসফাক প্রমুখ । ভবিষ্যতে আবারও অন্য কোথাও মিলিত হওয়ার বাসনা রাখেন সবাই। সংবাদ বিজ্ঞপ্তি