নাট্য সংগঠক তসলিম আহমদের সম্মানে ব্যতিক্রমী এক সন্ধ্যা
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০১৭
লন্ডন, ২০ জুলাই: দিনটি ছিল ১৬ জুলাই রোববার। সেদিন গতানুগতিকতার বাইরে অন্যরকম এক প্রাণবন্ত সন্ধ্যার আয়োজন করেছিলেন বিলেতের কয়েকজন সাংবাদিক ও সাংস্কৃতিককর্মী। অনুষ্ঠানে অন্যদিনের মতো ছিলোনা কোন বক্তৃতা মঞ্চ। সেই সন্ধ্যা সন্ধ্যা ৭টা থেকে বিলেতের সাংবাদিক, নাট্যকর্মী ও সাংস্কৃতিক অনুরাগীদের প্রাণবন্ত উপস্থিতিতে পূর্ব লন্ডনের মাইক্রোবিজনেস সেন্টারটি একটি অন্যরকম প্রাণের মিলনমেলায় পরিণত হয়।
উপলক্ষ বিলেতের স্বনামধন্য নাট্যশিল্পি ও নাট্য পরিচালক তসলিম আহমদকে সম্মাননা জানানো। বর্তমান অস্থির সময়ে গুণীজন তাদের ভবিষ্যত কর্মে যাতে আরো উ্সাহ উদ্দীপনা পান-এটাই ছিলো আয়োজনের মূল লক্ষ্য। আমরা কম্বজন নামে ভিন্নধর্মী এ অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন খ্যাতিমান টিভি উপস্থাপিকা ও নাট্যকর্মী উর্মি মাজহার, বিশিষ্ট সাংবাদিক ও রেডিও পরিচালক মিছবাহ জামাল, সঙ্গীতজ্ঞ উস্তাদ ইউসুফ আলী এবং কণ্ঠশিল্পী ও টিভি সংবাদ পাঠিকা রুপি আমিন।
অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন উর্মি মাজহার। তাঁকে সহযোগিতা করেন মিছবাহ জামাল। অনুষ্ঠানে গুণী নাট্য ব্যক্তিত্ব তসলিম আহমদকে সম্মাননা ক্রেস্ট ও পুস্পস্তবক দিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে পুরনো দিনের স্মৃতিচারণের পাশাপশি সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আলাউর রহমান, গৌরি চৌধুরী ও রুপি আমিন। অনুষ্ঠানে বিলেতে তসলিম আহমদের কর্মকাণ্ড নিয়ে বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ নাহাস পাশা, সাবেক সভাপতি ও সাপ্তাহিক জনমত সম্পাদক নবাব উদ্দিন, লন্ডন সফররত বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী তপন চৌধুরী।
অনুষ্ঠানে তসলিম আহমদকে সম্মাননা জানাতে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মহিব চৌধুরী, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক সুরমার সাবেক সম্পাদক নজরুল ইসলাম বাসন, সাবেক সভাপতি ও সাপ্তাহিক পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ বেলাল আহমদ, সাবেক সেক্রেটারি ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদক এমদাদুল হক চৌধুরী এমাদ, মাসিক দর্পণ সম্পাদক রহমত আলী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেক্রেটারি ও চ্যানেল এস-এর চিফ রিপোর্টার মুহাম্মদ জুবায়ের, সাপ্তাহিক বাংলা পোস্ট সম্পাদক ব্যারিস্টার তারেক চৌধুরী, সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, ইউকে বিডি টাইমস এর প্রধান সম্পাদক ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের কমিউনিকেশন সেক্রেটারি এম এ কাইয়ূম, সাপ্তাহিক নতুন দিনের সাবেক ভাইস চেয়ারম্যান এম এ মতিন, সিনিয়র সংবাদ পাঠক সৈয়দ আফসার উদ্দিন, কণ্ঠশিল্পী দিলরুবা চৌধুরী, নাট্যকর্মী ইকবাল বাহার চৌধুরী, স্মৃতি আজাদ, শেলী রহমান, ইফফাত আরা, সোফিয়া চৌধুরী, রাজনীতিবিদ সুলতান শরীফ, উদয় শংকর দাস, চিত্রা ব্যানার্জি, গৌরি দাস, সংস্কৃতিকর্মী মোস্তফা কামাল মিলন, কায়সার হাবিব, লুসি রহমান, সঞ্জয় দে, রওশন আরা মনি, সয়ফুল আলম, চায়না চৌধুরী, হীরন বেগ, বীরন ব্যানার্জি, গোলাম মোস্তফা, জুবায়ের বাবু, আরিফ এ মালিক, ইকবাল বাহার, মোহাম্মদ ইকবাল, পারভেজ চৌধুরী ও এসএম মোস্তাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সবাই খ্যাতিমান নাট্য ব্যাক্তিত্ব তসলিম আহমদের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করেন এবং তাঁর অতীত কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন।