পিএসপিও সম্পর্কে ব্রিকলেনের ব্যবসায়ীদের মতামত জানলেন মেয়র
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০১৭
এন্টি সোশ্যাল বিহেভিয়ার (সমাজ বিরোধী আচরণ) রুখতে কার্যকর হওয়া পিএসপিও (পাবলিক স্পেস প্রটেকশন ওর্ডার) এবং অন্যান্য বিষয়দি সম্পর্কে ব্যবসায়ীদের মতামত জানতে ব্রিক লেনের ব্যবসায়ীদের সাথে দেখা করেছেন বারার নির্বাহী মেয়র জন বিগস। ১৩ জুলাই, বৃহস্পতিবার সন্ধ্যায় মেয়র জন বিগস ব্রিক লেইনের বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানে গিয়ে তাদের সাথে দেখা করে এব্যাপারে তাদের মতামত জানার চেষ্টা করেন। ব্যবসায়ীরা মেয়রকে কাছে পেয়ে ব্রিক লেইনের বিভিন্ন সমস্যা সম্পর্কে তাদের উদ্বেগের কথা তুলে ধরেন। এসময় তার সাথে কেবিনেট মেম্বার ফর ওয়ার্ক এন্ড ইকোনোমিক গ্রোউথ কাউন্সিলার যশোয়া প্যাকসহ ব্রিক লেইনভিত্তিক বেশকজন স্থানীয় ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ব্রিক লেইনকে বিশেষ জোনের অওতায় এনে সম্প্রতি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে এই পিএসপিও চালু করা হয়েছে। তিন বছরের জন্য কার্যকর করা নতুন এই আদেশ বলে পুলিশ এবং কাউন্সিলের আইন-শৃংখলা রক্ষাকারী অফিসাররা এখন নির্দিষ্টজোনের মধ্যে নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আর্থিক জরিমানার নোটিশ জারী করতে পারবেন।
পিএসপিও নির্দেশাবলীর মধ্যে রয়েছে -বিধিনিষেধযুক্ত এলাকা সমূহের মধ্যে মল-মূত্র ত্যাগ না করা, -ভিক্ষাবৃত্তি না করা, -টাউটিং বা কাস্টমার হাঁকাহাঁকি অথবা পথচারিদের গতিরোধ না করা – কারো উদ্বেগ, উৎকণ্ঠা কিংবা শংকিত হওয়ার মতো কোন আচরণ না করা এবং -অফিসাররা যদি মদ পান করতে কিংবা মদ জাতীয় পানীয় হস্তান্তর করতে বারণ করেন তাহলে তা মানতে বাধ্য থাকা।
পিএসপিও সম্পর্কে মেয়র জন বিগস উপস্থিত সাংবাদিকদের কাছে তার প্রতিক্রিয়ায় বলেন, এই ওর্ডার সমাজ বিরোধী আচরণজনিত কার্যকলাপ রোধে পুলিশ এবং কাউন্সিল অফিসারদের অধিকর ক্ষমতা প্রদান করবে। যারা বিশৃংখলা করবে বা বাজে আচরণ করবে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ কিংবা আর্থিক জরিমানা করা হবে। টাওয়ার হ্যামলেটসকে বসবাস, কাজ ও ভ্রমণের জন্য উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে আমাদের বিভিন্ন উদ্যোগের অন্যতম একটি হচ্চেছ এই পাবলিক স্পেস প্রটেকশন ওর্ডার। মেয়র আরো বলেন, কারী ক্যাপিটাল ব্রিক লেইনের ঐতিহ্যকে ধরে রাখতে আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্চিছ। মেয়র এব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন।
কেবিনেট মেম্বার কাউন্সিলার যশোয়া প্যাক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলা টাউনের গেইটটি সংস্কার করার কথা জানান এবং সংস্কারকালে এতে বাঙ্গালী সংস্কৃতির বিভিন্ন বিষয় সংযোজনের আশ্বাস দেন। ওয়েবসাইটে গিয়ে পিএসপিও এলাকার সীমানা ও এসংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এন্টি সোশ্যাল বিহেভিয়ার বা সমাজ বিরোধী আচরণ সম্পর্কে রিপোর্ট করতে হলে ১০১ নাম্বারে এবং জরুরী অবস্থায় ৯৯৯ নাম্বারে ফোন করতে অনুরোধ করা হয়েছে।
ব্রিকলেন এলাকার চারপাশের জনসাধারণের জীবন মান উন্নত করা এবং সমাজ বিরোধী কার্যকলাপ রুখতে পাবলিক স্পেস প্রটেকশন ওর্ডার (পিএসপিও) বা সর্বসাধারণের চলাচলের স্থানের সুরক্ষা আদেশ বা ক্ষমতা প্রয়োগ করার ওপর পরিচালিত মতামত জরিপে ৪ শতাধিক বাসিন্দা ও ব্যবসায়ি ডাকযোগে ও অনলাইনে অংশ নেন।
পিএসপিও কার্যকর করা সংক্রান্ত মতামত জরিপে অংশ গ্রহণকারীদের ৮৪ শতাংশই বলেছেন, ব্রিক লেন ও এর চারপাশে এন্টি সোশ্যাল বিহেভিয়ার বা এএসবি তাদের প্রতিদিনকার জীবন যাত্রাকে মারাত্মকভাবে বিঘ্ন করছে। তারা মনে করেন পিএসপিও কার্যকর করা হলে এই সমস্যাগুলো অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। বৃহস্পতিবার মেয়রের সাথে সাক্ষাতকালে তারা এই বিষয়টি আবারো জোর দিয়ে উল্লেখ করেন। সংবাদ বিজ্ঞপ্তি