টাওয়ার হ্যামলেটসে হেইট ক্রাইম মোকাবেলায় ১৩ চ্যাম্পিয়ন নিযুক্ত
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০১৭
দেশ, ২১ জুলাই: হেইট ক্রাইম (ঘৃণাজনিত অপরাধ) মোকাবেলায় ১৩ জনের নতুন একটি দল টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বিশেষায়িত নো প্লেস ফর হেইট কর্মসূচির অধীনে কাজ শুরু করেছে। কমিউনিটি চ্যাম্পিয়ন হিসেবে পরিচিত এই ১৩ জনকে বারায় ঘৃণাজনিত অপরাধ মোকাবেলার লক্ষ্যে কাউন্সিল প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করে। এর আগে আরো ৭১ জন প্রশিক্ষণ পেয়েছেন। বিভিন্ন কমিউনিটি প্রজেক্টে সহস্রাধিক মানুষকে একত্রিত করার এবং তাদের নিজ নিজ এলাকার বাসিন্দাদের মধ্যে সম্পর্ক উন্নয়নে তারা যাতে কাজ করে যেতে পারেন, সেটা নিশ্চিত করছে কাউন্সিল।
কমিউনিটি চ্যাম্পিয়ন হিসেবে প্রশিক্ষণ প্রাপ্ত নতুন ১৩ জনকে স্বাগত জানিয়েছেন মেয়র জন বিগস। তিনি বলেন, স্থানীয় বাসিন্দারা খুব ভালো প্রশিক্ষণ পাওয়ায় আমি সন্তুষ্ট। বারার রাস্তাগুলোকে নিরাপদ রাখতে আমি পুলিশের সাথে ঘনিষ্টভাবে কাজ করে যাচ্চিছ এবং আমাদের কমিউনিটিগুলোকে এ ধরনের উদ্যোগের মাধ্যমে সহযোগিতা দিয়ে যাওয়ার ব্যাপারে আমি বদ্ধপরিকর।
সর্বশেষ রাউন্ডের ট্রেনিং সম্পন্নকারীদের একজন আনা উইলিয়ামস বলেন, চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ নিতে আমি ঝাপিয়ে পড়ি। আমাদের কিছু কিছু রেসিডেন্টস ইভেন্টে ঘৃনার কোন স্থান নেই শীর্ষক ক্যাম্পেইনের প্রতিনিধিত্ব করতে এবং যত বেশি সংখ্যক বাসিন্দাকে ষ্ক্রনো প্লেস ফর হেইট প্লেজম্ব বা ঘৃণাবিরোধী অঙ্গীকারে স্বাক্ষর করাতে আমি আমার সহযোগী চ্যাম্পিয়নদের সহযোগিতা প্রত্যাশা করছি।
প্রশিক্ষণ লাভকারী আরেকজন চ্যাম্পিয়ন শালিনা আখতার বলেন, একজন হেইট ক্রাইম চ্যাম্পিয়ন হিসেবে আমি জানি যেকেউ এর শিকার হতে পারে। এই অভিজ্ঞতা কীভাবে জীবন পাব্বে দিতে পারে, সেটা আমি যেমন বুঝতে সক্ষম, তেমনি বিশ্বাস ও সহযোগিতা প্রদানের গুরুত্বটাও বুঝতে পারি। অপরাধীকে আইনের মুখোমুখি করা এবং উপযুক্ত বিচার এর ওপর আমার সুদৃঢ় আস্থা আছে। তাই আমি একজন চ্যাম্পিয়ন হিসেবে সব সময় উচ্চচকিত হবো এবং ঘৃণাজনিত অপরাধের শিকারদের সুরক্ষায় নিরন্তর চেষ্টা চালিয়ে যাবো। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ষ্ক্রনো প্লেস ফর হেইটম্ব অঙ্গিকারে এখন পর্যন্ত ১৮০০ বাসিন্দা ও ১৩০ ব্যবসা প্রতিষ্ঠান স্বাক্ষর করেছে। এতে আগ্রহীরা ওয়েবসাইটে গিয়ে স্বাক্ষর করতে পারেন।