বৃটেনে ২ বাংলাদেশী আটক, ফেরত পাঠানো হবে দেশে
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০১৭
দেশ ডেস্ক: ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে বৃটেনের এসেক্সে একটি রেস্তোরাঁয় কর্মরত দুই বাংলাদেশীকে গ্রেপ্তার করেছে অভিবাসন বিষয়ক পুলিশ। ওই দুই বাংলাদেশীর বয়স ২৭ ও ৩১ বছর। তাদেরকে দেশে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছে। এ খবর দিয়েছে এসেক্স লাইভ নিউজ।
এতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার হাই স্ট্রিটের হলি কোর্ট এলাকায় দ্য রাজ নামে একটি রেস্তোরাঁ ঘেরাও করে তল্লাশি করে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট অফিসারস-এর সদস্যরা। স্থানীয় সময় রাত ৭ টা ৪৫ মিনিটে এ অভিযান চালানো হয়। এ সময় ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরই বৃটেনে অবস্থানের কারণে ওই দুই বাংলাদেশীকে গ্রেপ্তার করা হয়। বৃটেন থেকে তাদেরকে দ্রুত বের করে দেয়ার পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানানো হয়েছে। ওদিকে তাদেরকে কাজে নেয়া রেস্তোরাঁর বিরুদ্ধে সতর্ক করে নোটিশ দেয়ার কথা। তাতে বলা হবে, যেসব কর্মী কর্মরত আছেন তাদের যথাযথ নিয়োগ যদি দেখানো না হয় তাহলে প্রতিজন অবৈধ শ্রমিকের জন্য ২০ হাজার পাউন্ড করে জরিমানা করা হবে।