২৪ ঘন্টার মধ্যে সিটিসেল চালুর নির্দেশ
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০১৭
দেশ ডেস্ক: আগামী ২৪ ঘন্টার মধ্যে মোবাইল অপারেটর কোম্পানী সিটিসেল চালুর নিদের্শ দিয়েছে আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। বকেয়া টাকা পরিশোধ না করায় গত বছরের ২০শে অক্টোবর সিটিসেলের তরঙ্গ স্থগিত করা হয়। এর আগে গত বছরের ৩১শে জুলাই বিটিআরসি এক বিজ্ঞপ্তিতে সিটিসেলের গ্রাহকদের দুই সপ্তাহের মধ্যে বিকল্প সেবা গ্রহণের অনুরোধ জানায়। সে হিসেবে ১৬ই আগস্ট পর্যন্ত সময় পান গ্রাহকরা।
বিটিআরসি ওই নোটিশের পর আপিল বিভাগে যায় প্রতিষ্ঠানটি। আপিল বিভাগ গত বছরের ২৯শে আগস্ট এই অপারেটরকে বকেয়া ৪৭৭ কোটি ৫১ লাখ টাকা দুই কিস্তিতে পরিশোধ করার শর্তে কার্যক্রম চালিয়ে যেতে বলে। এজন্য তারা সময় পেয়েছিল দুই মাস। পরে ৩রা নভেম্বর শর্তসাপেক্ষে অবিলম্বে এর তরঙ্গ খুলে দেওয়ার নির্দেশ আসে সর্বোচ্চ আদালত থেকে। দুই দিন পেরিয়ে গেলেও তরঙ্গ ফিরে না পেয়ে আবারও আদালতে যায় প্রতিষ্ঠানটি। এর মধ্যে তাদের পক্ষ থেকে বকেয়া টাকার মধ্যে ১৪৪ কোটি টাকা পরিশোধ করা হয়। পরে আপিল বিভাগ আদেশ দেন, ১৯শে নভেম্বরের মধ্যে সিটিসেল বকেয়ার ১০০ কোটি টাকা পরিশোধ না করলে আবারও তরঙ্গ বন্ধ করে দিতে পারবে বিটিআরসি।