লন্ডনে ‘৮ম বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০১৭’ ৭ ও ৮ অক্টোবর
প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০১৭
সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য-এর কার্যকরি কমিটি ও উপদেষ্টা পরিষদের এক যৌথসভা গত ১৩ জুলাই পূর্বলন্ডনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বুলবুলের পরিচালনায় লন্ডনে অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০১৭’ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায়, পরিষদের প্রধান উপদেষ্টা আব্দুল গাফফার চৌধুরী টেলিফোনে মেলা বিষয়ে দিক নির্দেশনা দিলে পরে, তারই উপদেশমতে আগামী ৭ ও ৮ অক্টোবর দুই দিনব্যাপী বাংলাদেশ বইমেলা ও সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। বইমেলায় প্রবাসী লেখকদের প্রকাশিত বইয়ের একটি আলাদা বিক্রয় ও প্রদশর্নী কেন্দ্র থাকবে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।