তারিক সালমনকে সিনিয়র সহকারী সচিব পদে পদন্নোতি
প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০১৭
দেশ ডেস্ক: বরগুনা সদর উপজেলার ইউএনও গাজী তারিক সালমনকে মন্ত্রিপরিষদ বিভাগে সিনিয়র সহকারী সচিব পদে পদন্নোতি দেয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রনালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।
গত ৭ই জুন বঙ্গবন্ধুর ছবি বিকৃত করে প্রকাশ করার অভিযোগ এনে তারিকের বিরুদ্ধে বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা হয়। আদালতে উপস্থিত হয়ে তারিক জামিন চাইলে বিচারক মো. আলী হোসাইন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুই ঘন্টা পর আবার তিনি তারিকের জামিন মঞ্জুর করেন। মামলাটির বাদী ছিলেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ওবায়েদুল্লাহ সাজু। এ ঘটনায় সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়। সমালোচনার মুখে বাদী আওয়ামী লীগ নেতা সাজুকে দলকে বহিস্কার করা হয়।