কুয়েতে দু’গ্রুপের সংঘর্ষে বাংলাদেশি নিহত
প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০১৭
দেশ ডেস্ক: কুয়েতের হাসাবিয়া শহরে বাংলাদেশি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো তিন জন। মঙ্গলবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত বাংলাদেশির নাম আবদুর রউফ। তার বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়ায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কুয়েত পুলিশ কয়েকজন প্রবাসী বাংলাদেশিকে আটক করেছেন।
নাম না প্রকাশ করার শর্তে একজন কুয়েত প্রবাসী জানান, মঙ্গলবার রাতে আবদুর রউফকে বাসা থেকে ডেকে নিয়ে যান ১০-১২ জন বাংলাদেশি। হাসাবিয়া শহরের একটি সড়কে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তর্কা-তর্কির এক পর্যায়ে রউফকে রড দিয়ে পেটানো শুরু করেন তারা। এতে রউফের মৃত্যু হয়। কয়েকজন প্রবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, গুটিকয়েক মানুষের কারণে প্রবাসে দেশের সুনাম নষ্ট হচ্ছে। তাদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কুয়েতের প্রায় ৩ লাখ প্রবাসী বাংলাদেশি।