প্রেস ক্লাবের সামার ট্রিপ ২০ আগস্ট
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০১৭
লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্যদের গ্রীষ্মকালীন পারিবারিক সম্মিলন এবার অনুষ্ঠিত হবে ইস্ট সাসেক্সের ক্যা“ার স্যান্ডস এর সমূদ্র সৈকতে। আগামী ২০ আগষ্ট রোববার ইস্ট সাসেক্সের রাই এর ক্যা“ার সৈকতে বার্ষিক এই আনন্দযাত্রা শুধুমাত্র ক্লাব সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেবেন। দিনভর এই আয়োজনে থাকবে খেলাধূলা, আনন্দ বিনোদনের নানা ব্যবস্থা। জনপ্রতি ১০ পাউন্ড ফি দিয়ে আগামী ১৩ আগস্টের মধ্যে নাম তালিকাভূক্ত করতে আগ্রহী সদস্যদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
বুকিং ফরম ও বিস্তারিত তথ্য জানতে তওহিদ আহমদ – ০৭৯০৩ ৩২৯ ৭৭২, মোহাম্মদ সোবহান – ০৭৯৮৫ ৫২৫ ০৪৮, সালেহ আহমদ – ০৭৯৫৬ ৫১৩ ৬৭৭, মোহাম্মদ আব্দুল কাইয়ুম – ০৭৫৮৫ ৬৬৪ ১৪২ ও ইব্রাহীম খলিল- ০৭৫০৮ ৭০৫ ৮৭৮ এর সাথে যোগাযোগ করতে জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি