স্কটল্যান্ডে পুলিশের স্বীকৃতি হিজাব অফিসিয়াল ইউনিফর্ম
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০১৭
লন্ডন, ৪ আগস্ট : মুসলিম মহিলাদের পুলিশ ফোর্সে যোগদানে আগ্রহ বাড়াতে স্কটল্যান্ড পুলিশ হিজাবকে অফিসিয়াল ইউনিফর্মের অংশ হিসেবে ঘোষণা করেছে। স্কটল্যান্ড পুলিশ আশা করছে, এই পদক্ষেপ মুসলিম কমিউনিটির মহিলাদের পুলিশ বাহিনীতে যোগদানে উৎসাহিত করবে। অতীতে স্কটল্যান্ডের মুসলিম পুলিশ অফিসারদের হিজাব পরিধানের সুযোগ ছিলো। তবে সিনিয়র অফিসারদের অনুমতি নিয়ে পরতে হতো। এখন হিজাবকে অফিসিয়াল ইনিফর্ম ঘোষণা করায় আর অনুমতি নেয়ার প্রয়োজন হবেনা।
এ ব্যাপারে চিফ কনস্টেবল পিল গ্রুম্বি তার বক্তব্যে বলেন, ‘আমি এই ঘোষণার জন্য খুবই আনন্দিত এবং মুসলিম কমিউনিটি এবং ওয়াইড কমিউনিটির সকল পুলিশ অফিসার ও স্টাফদের সহায়তার জন্য ওয়েলকাম জানাচ্ছি’। এসপিএমএ এর প্রধান ফাহাদ বশির বলেন, ‘এটা একটি ইতিবাচক পদক্ষেপ। আমি খুবই আনন্দিত। নিঃসন্দেহে এটি মুসলিম এবং মাইনোরিটি এথনিক ব্যাকগ্রাউন্ড মহিলাদের স্কটল্যান্ড পুলিশে যোগদানে আরো উৎসাহিত করবে’। সুত্র : ওয়ানবাংলানিউজ