রহিমের জরাজীর্ণ শরীর আর মলিন মুখ জুড়ে কেবল বাঁচার আকুতি
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০১৭
দেলোয়ার হোসাইন, সিলেট থেকে: মৃত্যু অবধারিত সত্য। এর চেয়ে বড় সত্য পৃথিবীতে আর নেই। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের রাজপুর (কুমারপাড়া) গ্রামের মৃত আতর আলীর ছেলে সাজেদুল করিম রহিম মৃত্যু পথযাত্রী এক যুবকের নাম। দু’টি বিকল কিডনি নিয়ে পৃথিবীর আলো বাতাস থেকে তিনি দিনদিন হেলে পড়ছেন। রহিমের চিকিৎসায় এ পর্যন্ত বেশ কয়েক লাখ টাকা খরচ হয়ে গেছে। বর্তমানে ডায়ালাইসিস করে কোন মতে বেঁচে আছেন রহিম। ডায়ালাইসিস করতে প্রতি সপ্তাহে ১০ হাজার টাকা খরচ হয়। প্রতিনিয়ত ডায়ালাইসিস করতে করতে রহিমের হাতে ক্ষতের সৃষ্টি হয়েছে। যা অপারেশন করতে ৬০/৭০ হাজার টাকা খরচ হয়েছে। সেই টগবগে যুবক রহিমের এখনকার জরাজীর্ণ শরীর আর মলিন মুখ জুড়ে কেবল বাঁচার আকুতি।
বেশ ভালোই চলছিলো রহিমের সংসার। আবুধাবিতে একটি কোম্পানীতে চাকরি করতেন রহিম। গত বছরের আগস্টে ছুটিতে দেশে আসলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান রহিমের দু’টি কিডনি ড্যামেজড। কিডনি প্রতিস্থাপন ছাড়া আর কোন বিকল্প নেই। কিডনি প্রতিস্থাপন দেশে করা সম্ভব না হওয়ায় ভারত বা অন্য কোন দেশে গিয়ে কিডনি প্রতিস্থাপন করতে হবে।
কর্তব্যরত চিকিৎসদের মতামত অনুযায়ী রহিমের কিডনি প্রতিস্থাপন করতে খরচ পড়বে ১৫ লাখ টাকা। সবচেয়ে আশার সংবাদ হলো রহিমের জন্য ইতিমধ্যে একটি কিডনি পাওয়া গেছে। কিন্তু অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা খরচ মেটাতে পারছেন না রহিমের নিঃস্ব ও ঋণগ্রস্থ পরিবারের সদস্যরা। তাই রহিমের জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের সাহায্য কামনা করেছেন তাঁর পরিবার, বৃদ্ধা মা ও আত্মীয় স্বজন।
‘চেয়ারম্যান কল্যাণ ট্রাস্ট উত্তর শাহবাজপুর’ রহিমের পাশে দাঁড়িয়ে তার চিকিৎসার প্রয়োজনীয় টাকা সংগ্রহ করতে সর্বাত্মক চেষ্টা করছে। এ ব্যাপারে ট্রাস্টের সভাপতি ৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন বলেন, আমরা রহিমের চিকিৎসার প্রয়োজনীয় টাকা সংগ্রহ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেশে এবং দেশের বাহিরে অবস্থানরত প্রবাসীদের সাথে যোগাযোগ করছি। আশা করছি আমার তার চিকিৎসার প্রয়োজনীয় টাকা সংগ্রহ করতে পারবো। তিনি সমাজের বিত্তশালী ও হৃদয়বান দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।
আসুন অসুস্থ মানুষটার পাশে দাঁড়াই। আমরা যে যার অবস্থান থেকে এগিয়ে আসলে রহিমের মুখে আবার হাসি ফুটবে…
সাহায্য পাঠানোর ঠিকানা-
চেয়ারম্যান কল্যাণ ট্রাস্ট উত্তর শাহবাজপুর
হিসাব নং 58180020002253
সোনালী ব্যাংক, শাহবাজপুর শাখা, বড়লেখা, মৌলভীবাজার।
মোবাইল: 01798 418160 (আহমদ জুবায়ের লিটন, চেয়ারম্যান- ৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ)।