নারায়নগঞ্জে পাঁচ খুন: আসামি মাহফুজের ফাঁসি
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০১৭
দেশ ডেস্ক: নারায়ণগঞ্জে মা ও শিশুসহ পাঁচ খুন মামলায় প্রধান আসামি মাহফুজের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি আসামিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ বেগম হোসনে আরা আকতার এ আদেশ দেন। ৩০শে জুলাই যুক্তিতর্ক শেষে আদালত রায়ের জন্য এ দিন ধার্য করেন। আদালতের পিপি এস এম ওয়াজেদ আলী খোকন বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৬ সালের ১৫ই জানুয়ারি রাতে বাবুরাইল খানকা মোড় এলাকায় ‘আশেক আলী ভিলা’ নামে একটি ভবনের ফ্ল্যাটে একই পরিবারের পাঁচ জনকে গলাকেটে হত্যা করে মাহফুজ। নিহতরা হলেন- তাসলিমা (৩৫), শান্ত (১০), সুমাইয়া (৫), মোরশেদুল (২২) ও লামিয়া (২৫)। মাহফুজ বাদী তাসলিমার স্বামী শফিকুল ইসলামের ভাগ্নে। আইনশৃঙ্খলা বাহিনী ওই ফ্ল্যাটের তালা ভেঙে নিহতের লাশ উদ্ধার করে।
এ ঘটনায় ১৭ই জানুয়ারি নিহত শফিকুল ইসলাম বাদী হয়ে ভাগ্নে মাহফুজকে প্রধান আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন। পরদিন মাহফুজকে গ্রেফতার করা হয়। ২১ই জানুয়ারি আদালতে মাহফুজ হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।